৪৮ ঘণ্টায় তিন নামবদল! ‘পাকিস্তান’ থেকে ‘ভারতমাতা মোড়’, রাতারাতি আবার নতুন নাম পেল শিলিগুড়ির রাস্তা
প্রতিদিন | ০৭ মে ২০২৫
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ৪৮ ঘণ্টায় তিনটি নামবদল! ‘পাকিস্তান’ থেকে ‘ভারতমাতা’, অবশেষে শিলিগুড়ির বিশ্বাস কলোনির এক মোড়ের নাম হল ‘বিশ্বাস কলোনি’ মোড়। ‘ভারতমাতা মোড়ে’র উপর নতুন স্টিকার লাগানো হল। কিন্তু কে বা কারা লাগাল তা নাকি কেউ জানে না। যদিও এলাকার বাসিন্দারা বেশ খুশি। কারণ তাদের ঠিকানায় ‘বিশ্বাস কলোনি’ লেখা রয়েছে। তাই নতুন নামে তারা কিছুটা সমস্যায় পড়লেও আবার পুরনো নাম ফিরতেই খুশি সকলে।
শিলিগুড়ির মাটিগাড়ার বিশ্বাস কলোনির এক মোড়ের নাম ‘পাকিস্তান মোড়’ বলে লোকমুখে প্রচলিত ছিলো। তবে সম্প্রতি কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে দেশজুড়ে। এই আবহে শিলিগুড়িতে ওই ‘পাকিস্তান মোড়ে’র নাম বদলের দাবিতে সরব হয়েছিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সোমবার মহামঞ্চের সদস্যরা মাটিগাড়ার ওই মোড়ের নাম বদলে ‘ভারতমাতা মোড়’ নাম রাখে। লাগানো হয় পোস্টার। তবে ওই নাম রাখতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় মহামঞ্চের সদস্যদের। নামে কোনও অসুবিধা না হলেও প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতের কাউকে না জানিয়ে ও স্থানীয় এলাকাবাসীদের না জানিয়ে নিজেদের মতো নাম রাখায় প্রতিবাদ জানায় এলাকাবাসীরা। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পঞ্চায়েত সদস্য হেমলাল ছেত্রী ও মাটিগাড়া থানার পুলিশ। তারা পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু রাতের অন্ধকারে ফের ওই মোড়ের নাম পরিবর্তন করা হয়।
কেউ বা কারা ‘ভারতমাতা’ সরিয়ে ওই পোস্টারের উপর বিশ্বাস কলোনি মোড় নামের পোস্টার লাগিয়ে দেয়। আর মঙ্গলবার সকাল থেকে ওই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসী বিশ্বজিৎ দাস বলেন, “আমাদের আগের নাম ভারতমাতা নামেও কোনও অসুবিধা ছিল না। এই নামেও কোনও অসুবিধা নেই। তবে কারা এই কাজ করল জানা নেই।” মহম্মদ আসলাম বলেন, “আমাদের ভারতমাতা মোড় নামে কোনও অসুবিধা ছিল না। তবে এই মোড়টি আগে থেকেই বিশ্বাস কলোনি মোড় নামেই পরিচিত। এই পোস্টার কারা লাগিয়েছে জানা নেই।” এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য হেমলাল ছেত্রী বলেন, “এটা বিশ্বাস কলোনি মোড় বলেই পরিচিত। পাকিস্তান মোড় বলে এখানে কিছু নেই। তাই পুরনো নামেই যদি সবাই সন্তুষ্ট হয় তাহলে নতুন নামের দরকার নেই।”