• দিদিকে বাঁচাতে গিয়ে ‘খুন’ ভাই, পলাতক তরুণীর প্রাক্তন প্রেমিক
    প্রতিদিন | ০৭ মে ২০২৫
  • শংকরকুমার রায়: দিদির সম্ভ্রম রক্ষা করতে গিয়ে তরুণীর  প্রাক্তন প্রেমিকের হাতে ‘খুন’ হতে হল ভাইকে। হাঁসুয়ার কোপে গলার নলিতে গভীর ক্ষত তৈরি হয় ওই যুবকের। দিদিকে হাঁসুয়া নিয়ে আক্রমণ করেছিল এক যুবক। দিদিকে বাঁচাতে ছুটে আসতেই তাঁর উপর এই হামলা বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানা এলাকায়। মৃত ওই যুবকের নাম জিমন টুডু। ঘটনায় অভিযুক্ত যুবক হেমন্ত শর্মা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    জানা গিয়েছে, মেহেন্দিপাড়ার মিশন মোড় এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন জিমন টুডু। সোমবার রাতে খাওয়াদাওয়া সেরে নিজের ঘরে ঘুমনোর জন্য গিয়েছিলেন ওই তরুণী। সে সময় ওই ঘরের মধ্যে এক যুবককে দেখতে পাওয়া যায়। অভিযোগ, তরুণী চিৎকার করলেই ধারালো হাঁসুয়া নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। তরুণীকে কোপ মারা শুরু হয়। বোনের আর্তনাদ শুনে তাঁকে বাঁচাতে এসেছিলেন জিমন টুডু। অভিযোগ, সে সময় জিমনের গলায় হাঁসুয়ার কোপ মারে ওই যুবক। এরপর সেই ঘর থেকে পালিয়ে যায় ওই হামলাকারী।

    রক্তাক্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কেন এই হামলা? কে এই হামলাকারী? প্রাথমিকভাবে অভিযোগ, হেমন্ত মুর্মু নামে এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে বছর তিনেক আগে ওই যুবকের সঙ্গে আলাপ হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। যদিও পরে ওই তরুণী জানতে পারেন হেমন্ত বিবাহিত, তাঁর দুটি সন্তানও আছে। এরপরই যোগাযোগ রাখা ছেড়েছিলেন ওই তরুণী। যদিও যোগাযোগ রাখার জন্য চাপ বাড়াতে থাকে হেমন্ত। কিন্তু কোনওভাবেই যোগাযোগ রাখতে চায়নি ওই তরুণী।

    ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হরিরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ উদ্ধারের জন্য পাঠিয়েছে। হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” ঘটনার পর থেকে পলাতক ওই যুবক।
  • Link to this news (প্রতিদিন)