সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ, অভিযান করে দখলমুক্ত
বর্তমান | ০৭ মে ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ ছাড়াও বাড়ির পাশে পুকুরে যাওয়ার রাস্তা মাটি দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছিল বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যশাহার গ্রামে। জবরদখলের ফলে দুর্গা ও রাস পূর্ণিমার প্রতিমা বিসর্জন করতে পারছিল না স্থানীয় পুজো কমিটি। এনিয়ে অভিযোগ দায়ের হলে জবরদখল মুক্ত করার নির্দেশ দিয়েছিল ভূমি দপ্তর। কিন্তু সেই নির্দেশকে গুরুত্ব দেননি বাড়ির মালিক।
অবশেষে অভিযানে নামলেন বালুরঘাটের বিএলআরও। মঙ্গলবার পুলিসকে সঙ্গে নিয়ে গিয়ে প্রথমে ওই পরিবারের সদস্যদের ঘর ও দখল করা জায়গা খালি করতে নির্দেশ দেন তিনি। কিন্তু বাড়ির মালিক পুলিস আধিকারিকদের সঙ্গে বচসা শুরু করে দেন। এরপর বিএলআরও অফিসের কর্মীরা অবৈধভাবে নির্মাণ করা ঘর ভেঙে দেন। এছাড়া দখল করা জায়গার বেড়া ভেঙে দেওয়া হয়েছে।
বিএলআরও রণেন্দ্রনাথ মণ্ডল বলেন, অনেকদিন ধরেই ওই বাড়ির মালিক সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করেছিলেন। অভিযোগ দায়ের হওয়ার পর জায়গা খালি করার নির্দেশ দিলেও সেকথা শোনেননি মালিক। এদিন দখলমুক্ত করা হয়েছে। এবার অভিযোগ দায়ের করব।
বাড়ির মালিক জয়পাল পালের মন্তব্য, আমরা অনেক দিন ধরে এই জায়গায় আছি। তাই সেই জায়গাতেই ঘর করতে চাই। প্রশাসন জোর করে জায়গা দখলমুক্ত করছে।
স্থানীয় সূত্রে খবর, জায়গাটি একেবারে রাসমেলার মাঠের পাশেই রয়েছে। সরকারি জায়গায় মাটি ফেলে টিনের বাড়ি করেছিল ওই পরিবার। পুকুরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। গ্রামবাসীদের সমস্যা হওয়ায় অভিযোগ করার পর বিএলআরও তদন্তে নামেন। দেখা যায় প্রায় ৮ শতক জায়গা দখল করেছিল ওই পরিবারের কয়েকজন। বালুরঘাট ব্লকজুড়ে নানা জায়গায় এভাবেই সরকারের জায়গা দখল হচ্ছে। একাধিকবার অভিযান চালিয়ে অনেক জায়গা দখলমুক্ত করা হয়েছে। এবারে কেউ জায়গা দখল করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএলআরও। এবিষয়ে স্থানীয় বাসিন্দা প্রকাশ সরকার বলেন, জায়গাটি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল। বাসিন্দারা জানতেন সেটি সরকারি জায়গা। কিন্তু ওই বাড়ির মালিকরা দখল করে নিজেদের কাজে লাগাছিলেন। এমনকী পুকুরে যাওয়ার জায়গাটিও মাটি ফেলে ভরাট করে দেওয়ায় ভীষণ সমস্যা হচ্ছিল। আমরা প্রতিমা বিসর্জন করতে পারি না। বিএলআরও এসে দখলমুক্ত করায় স্থানীয়রা খুশি। নিজস্ব চিত্র।