• মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের প্রথম ব্যাচের সমাবর্তন
    বর্তমান | ০৭ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের প্রথম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান হল। মঙ্গলবার কলেজের আব্দুলঘাটা ক্যাম্পাসের অডিটোরিয়ামে ২০১৯ ব্যাচের ৯৬ জন নবীন চিকিৎসকের হাতে শংসাপত্র ও মেডেল তুলে দেয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

    উত্তর দিনাজপুর জেলার চিকিৎসা পরিষেবা মসৃণ করতে ২০১৮ সালে পথ চলা শুরু করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল। কলেজে ডাক্তারির পঠনপাঠন শুরু হয় ২০১৯ সালে। ১০০ জন পড়ুয়া মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচে ভর্তি হন। সম্প্রতি সেই কোর্স সম্পন্ন হয়। ৯৬ জন চিকিৎসক সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন এমবিবিএসের চূড়ান্ত পরীক্ষায়। তাঁদের নিয়েই এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হল। উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ স্নেহাংশু পান, প্রাক্তন অধ্যক্ষ দিলীপ কুমার পাল সহ কলেজের অন্যান্য অধ্যাপক, চিকিৎসক ও উত্তীর্ণ চিকিৎসকদের পরিবার পরিজনরা।  

    অধ্যক্ষ স্নেহাংশু পান বলেন, রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ইতিহাসে এদিন এক মাইলস্টোন। প্রথম ব্যাচের ৯৬ জন চিকিৎসকের পাসআউট হতে দেখে আমরা গর্বিত। মেডিক্যাল কলেজের শুরুটা সহজ ছিল না, অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল। কিন্তু আজ সেই সব বাধা পেরিয়ে আমরা সফল হয়েছি। রায়গঞ্জ শহর ও জেলাবাসীর জন্যও আজ একটি গর্বের দিন। মেডিক্যাল কলেজের প্রাক্তন তথা প্রথম অধ্যক্ষ দিলীপ কুমার পাল বলেন, এই পড়ুয়ারা আমার হাত ধরেই ২০১৯ সালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিল। আজ তারা চিকিৎসক। ওদের সাফল্যে আমিও গর্বিত। 

    এদিকে এই অনুষ্ঠানে শুধু অধ্যক্ষ বা প্রবীণ চিকিৎসকরাই নন, পাসআউট হওয়া নবীন চিকিৎসকরাও নস্টালজিক। কারণ তাঁদের ব্যাচ মেডিক্যাল কলেজে প্রথম। আবার মেডিক্যাল কলেজেরও প্রথম সমাবর্তন। প্রথম ব্যাচের পাসআউট হওয়া মিনহাজ শাহ কবীর বলেন, দিনটি স্মরণীয় মুহূর্ত। নস্টালজিক লাগছে। যখন এখানে ভর্তি হয়েছিলাম, নতুন মেডিক্যাল কলেজ হিসেবে কিছু সমস্যা ছিল। এখন পরিকাঠামো অনেক উন্নত। কলেজের অগ্রগতি আমাদের কাছে খুব গর্বের।
  • Link to this news (বর্তমান)