• বৃষ্টির জলে কালভার্ট ভাঙায় ঠিকাদারকে তলব
    বর্তমান | ০৭ মে ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: কালভার্ট ভাঙা কাণ্ডে ঠিকাদারকে তলব করল ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। এক বছরও হয়নি কালভার্ট তৈরি হয়েছে। দুই রাতের বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেই কালভার্ট। ধস নেমেছে লাগোয়া দু’পারের রাস্তার অনেকটা অংশ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুটি এলাকা। অবিলম্বে চলাচলের রাস্তা তৈরি দাবিতে সোমবার বিক্ষোভ দেখান বাসিন্দারা। ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির মিতালি কর্মকার এই কালভার্ট ভেঙে পড়ার জন্য সংশ্লিষ্টি ঠিকাদারকে দায়ী করেন। মঙ্গলবার তিনি বলেন, গার্ডওয়াল না করেই ঠিকাদার কালভার্টটি তৈরি করেছিলেন। তার ভুলেই লক্ষ লক্ষ টাকা জলে চলে গেল। আমরা ঠিকাদারকে ডেকে পাঠিয়েছি। 

    ঘটনাটি ঘটেছে শহর লাগোয়া ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতে জলেশ্বরীর কাছে পদ্মাপাড়ায়। কালভার্টটি এমনভাবে ভেঙেছে যে রাস্তার মধ্যে রীতিমতো সুরঙ্গ তৈরি হয়েছে। সেই সুরঙ্গ দিয়ে জল যাতায়াত করছে। এতে দুপারের মানুষ যাতায়াত করতে পারছে না। বাসিন্দাদের অভিযোগ, রড ছাড়াই কালভার্টটি তৈরি করা হয়েছিল। তাঁরা এনিয়ে প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন। বাসিন্দারা বলেন, খুব বেশি দিন হয়নি এই কালভার্টি তৈরি হয়েছে। নিম্নমানের কাজের জন্যই এমনটা হয়েছে। আমরা এর তদন্ত চাই। 

    এদিকে এদিন প্রধান একথা বললেও সোমবার বিকাল পর্যন্ত তিনি এই কালভার্ট ভাঙার কথা জানতেনই না। এলাকার মানুষ সোমবার সকাল থেকে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন। কিন্তু সারাদিনেও তারা প্রদান এবং এলাকার পঞ্চায়েত সদস্য সুপেন রায়ের দেখা পাননি। প্রধানের বক্তব্যে প্রশ্ন উঠেছে, ঠিকাদার ঠিকমতো কাজ করল কি না তা না দেখেই কেন তার বিল মেটানো হয়েছে? মিতালী কর্মকার বলেন, এই কালভার্ট আমাদের বিজেপি বোর্ড গঠনের পর প্রায় এক বছর আগে তৈরি হয়েছে। কিন্তু এর ওয়ার্কঅর্ডার আগের তৃণমূলের বোর্ড ছেড়েছিল। তাই এই কাজের বিস্তারিত জানা ছিল না। তাই ঠিকাদারকে ডাকা হয়েছে। তবে গ্রামবাসীদের সমস্য দূর করতে শীঘ্রই ওই রাস্তা ও কালভার্ট আমরা মেরামত করে দেব। তা না হলে এই এলাকার মানুষের শিলিগুড়ি শহর, রাজারহাট যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)