• কয়েক মাস অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ, ক্ষোভে তালা ভাঙলেন অভিভাবকরা
    বর্তমান | ০৭ মে ২০২৫
  • সংবাদদাতা, হলদিবাড়ি: প্রশাসনের উপস্থিতিতে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভাঙলেন অভিভাবকরা। মঙ্গলবার সকালে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়া ৯৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনা। 

    ছ’মাস আগে হেল্পার ও কর্মী নিয়োগের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় পাস করেও চাকরি না পাওয়ায় হতাশ হয়ে গত কয়েক মাস আগে এই কেন্দ্রের জমিদাতা তালা ঝুলিয়ে দিয়ে যান। এরপর থেকেই অন্যের বাড়িতে চলছিল শিশুদের রান্না। এদিন সকালে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা, হলদিবাড়ি সিডিপিও প্রীতম সাঁতরা, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলতে যান। এরপরই জমির মালিক তালা খুলতে বাধা দেয়। পরবর্তীতে কেন্দ্রের শিশুদের অভিভাবকরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। 

    এবিষয়ে অভিভাবক রীতা মল্লিক বলেন,এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র গত কয়েক মাস ধরে তালা বন্ধ। ফলে অন্যের বাড়িতে রান্না হচ্ছিল। শিশুদের পড়াশোনা বন্ধ হয়েছিল এতদিন। বর্ষাকালে কোনো শিশুর দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? তাই তালা ভেঙে কেন্দ্র খুলে দেওয়া হল।  

    আরএক অভিভাবক রাখি মণ্ডল বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকায় শিশুরা রাস্তা ঘাটে ঘুরে বেড়ায়। পড়াশোনা পুরোপুরি বন্ধ। গর্ভবতীরা এসে বসতে পারছে না। ফলে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিশু ও গর্ভবতীরা। তাই গ্ৰামবাসীরা একত্রিত হয়ে কেন্দ্রের তালা ভেঙে দিলাম। 

    এবিষয়ে জমির মালিক কালিদাস সরকার বলেন, কয়েকবছর আগে আমার জমিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করার জন্য পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিল। এরপর পরীক্ষা শেষে বিডিওর কাছে গেলে তিনি জানান পরিবারের কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই। এরপর আমি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে দেই। এদিন বিডিও, সিডিপিও, আইসি আসেন তালা খোলার জন্য। অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। 

    এ বিষয়ে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা কোনও মন্তব্য করেননি। 

    • অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ এলাকাবাসীর। - নিজস্ব চিত্র। 
  • Link to this news (বর্তমান)