দিনবাজারে রাস্তা দখল করে দোকান পরিদর্শনে এসে ক্ষুব্ধ পাপিয়া
বর্তমান | ০৭ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ক্রেতাদের যাতে জলকাদায় কষ্ট করতে না হয়, সেজন্য পাকা রাস্তা বানিয়ে দিয়েছে পুরসভা। কিন্তু সেই রাস্তা দখল করে দিব্যি চলছে দোকানপাট। মঙ্গলবার দিনবাজারে পরিদর্শনে এসে এনিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। যেসব ব্যবসায়ী বাজারের ভিতরে রাস্তা দখল করে দোকান বসাচ্ছেন, তাঁদের এদিন সতর্ক করেন তিনি। নতুবা ওইসব ব্যবসায়ীকে পুরসভার তরফে নোটিস ধরানোর পাশাপাশি জরিমানা ধার্য করা হবে বলেও এদিন জানিয়ে দেন চেয়ারপার্সন।
দিনবাজারে রাস্তার কাজ পরিদর্শন ছাড়াও সেখানে ব্যবসায়ীদের জন্য নির্মিত মার্কেট কমপ্লেক্স ঘুরে দেখেন চেয়ারপার্সন। একসপ্তাহের মধ্যে ওই মার্কেট কমপ্লেক্সে লিফ্ট, আলো, পানীয়জল ও ২৪ ঘণ্টার জন্য কেয়ারটেকারের ব্যবস্থা করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি। এদিন চেয়ারপার্সনের কাছে দিনবাজার চত্বরে দু’টি কমিউনিটি টয়লেট সংস্কারের দাবি জানান ব্যবসায়ী ও স্থানীয়রা।
জলপাইগুড়ির দিনবাজারের ভিতরে পাকা রাস্তার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য ছিল, বাজারে পাকা রাস্তা না থাকায় জলকাদায় ক্রেতা-বিক্রেতা উভয়কেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। একারণে অনেকে দিনবাজারে আসা ছেড়েই দিয়েছেন। ফলে মার খাচ্ছে বাজার। ব্যবসায়ীদের ওই দাবি মেনে পুরসভার তরফে দিনবাজারে পাকা রাস্তা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেইমতো ৫৪ লক্ষ টাকা ব্যয়ে সেখানে পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। ওই কাজ দেখতেই এদিন দিনবাজারে পরিদর্শনে যান জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন। কিন্তু নতুন রাস্তা তৈরি হতে না হতেই যেভাবে দিনবাজারে ব্যবসায়ীদের একাংশ তা দখল করে দোকান বসাচ্ছেন, তা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরে পুর চেয়ারপার্সন বলেন, জলকাদায় ক্রেতাদের যাতে কোনও দুর্ভোগে পড়তে না হয়, সেজন্য দিনবাজারে পাকা রাস্তা তৈরি করে দিচ্ছি আমরা। কিন্তু সেই রাস্তা দখল করে ব্যবসায়ীদের একাংশ দোকান বসাচ্ছেন, তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যেসব ব্যবসায়ী রাস্তার উপর দোকান বসাচ্ছেন, তাঁদের অবিলম্বে ওই জায়গা ছেড়ে দিতে হবে। নতুবা পুরসভার তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেব আমরা। দিনবাজারে পাপিয়া পাল। - নিজস্ব চিত্র।