সংবাদদাতা, ইটাহার: বৃষ্টি হলেই গ্রামের মূল রাস্তায় জমে যায় হাঁটুজল। জমা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার কয়েক হাজার বাসিন্দার। এমনকী রাস্তার পাশের বাড়ি ও দোকানে জমা জল ঢুকে যাওয়ায় বিরক্ত বাসিন্দারা। তাঁদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত জমা জল নিকাশের বিষয়ে উদাসীন। এলাকায় নিকাশিনালার দাবি জানিয়েছেন বাসিন্দারা। তবে সুরুন ২ গ্রাম পঞ্চায়েত প্রধান ঊষা রানি দাস সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন।
ইন্দ্রান গ্রামে শতাধিক পরিবারের বসবাস। গ্রামের এই রাস্তা দিয়ে যাওয়া যায় এলাকার একাধিক হাইস্কুল, সাব সেন্টার, মাদ্রাসাতে। কিন্তু রাস্তার জমা জল বের করার জন্য কোনও নিকাশিনালা নেই বলে অভিযোগ। ফলে অল্প বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল জমে যায়। রাস্তার পাশে জমা জল বের করার জন্য অস্থায়ী পাইপ বসানো হলেও আবর্জনায় সেটা বন্ধ। ফলে সেই পাইপ দিয়ে জল যায় না।
স্থানীয়দের বক্তব্য, রাস্তাটিও বেহাল। বেহাল রাস্তার জন্য মাঝেমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে টোটো, অটো, ভুটভুটি। এলাকার বাসিন্দা ভোলা সাহা ও গৌতম সাহারা বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা। রাস্তায় জল জমে থাকছে। পঞ্চায়েত প্রধানকে বারবার বলার পরও কোনও সুরাহা হয়নি। স্থানীয়দের অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানের দাবি, এলাকার মানুষের ফেলা আবর্জনায় অস্থায়ী পাইপটির মুখ বন্ধ হয়ে গিয়েছে। জল বের হতে পারে না। পঞ্চায়েত প্রধান জানান, আমি পঞ্চায়েত থেকে দ্রুত জমা জল নিকাশের ব্যবস্থা করব।