সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার পুঞ্চায় হাতির আক্রমণে মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল বনদপ্তর। সোমবার মৃত বাহাদুর মাহাতর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এদিন চেক হাতে পেতেই কান্নায় ফেটে পড়েন বাহাদুরবাবুর স্ত্রী কাঞ্চন মাহাতো। সেখানে উপস্থিত ছিলেন কংসাবতী উত্তর বনবিভাগের এডিএফও মধুরমিলন ঘোষ, তাছাড়াও ছিলেন জেলা পরিষদের সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুঞ্চা রেঞ্জ অফিসার প্রভাস হালদার, বিডিও দীপ চট্টোপাধ্যায়ের, পুঞ্চা থানার ওসি সহ অন্যান্যরা। প্রভাসবাবু জানান, ঘটনার পরেই মৃতের পরিবারকে রাজ্য সরকারের আর্থিক ক্ষতিপূরণের জন্য প্রক্রিয়া শুরু করা হয়। সোমবার তাঁর স্ত্রীর হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত্রে বাঁকুড়ার ছাতনা থেকে একটি হাতি কংসাবতী উত্তর বনবিভাগের পুঞ্চা এলাকায় ঢুকে পড়ে। রবিবার ভোর নাগাদ ওই দলছুট হাতটি ৭২ বছরের বাহাদুরবাবুর উপর হামলা চালায়। তিনি ভোরবেলার বাড়ির অদূরে জমিতে লাগানো গাছ দেখতে গিয়েছিলেন। সেখানেই হাতির হামলায় তিনি জখম হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সেখান থেকে বাঁকুড়ায় স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। পুঞ্চা এলাকায় হাতির হামলায় আগে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বনদপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বাহাদুরবাবুর স্ত্রী ও পাঁচ মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। পরিবারের একজনের চাকরির বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন বলে জানান এক আধিকারিক। -নিজস্ব চিত্র