• ইউডিআইডি কার্ড দেওয়ার দাবি বিশেষ চাহিদাসম্পন্নদের
    বর্তমান | ০৭ মে ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: এবার ইউডিআইডি কার্ড হাতে পাওয়ার দাবি জানালেন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা। মঙ্গলবার তাঁরা কাকদ্বীপে জমায়েত হন। এরপরই কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে ও হাসপাতালের সুপারের কাছে এই বিষয়ে একটি ডেপুটেশন দেন। এছাড়াও এদিন তাঁরা কাকদ্বীপের চৌরাস্তার মোড়ের কাছে কংক্রিটের সেতুর ঢালে পথসভা করেন।

    ইউডিআইডি কার্ড এখনও পর্যন্ত বহু প্রতিবন্ধী হাতে পাননি। তাঁদের দাবি, এই কার্ড না থাকার জন্য তাঁরা সরকারি কোনও সুযোগ-সুবিধা পাচ্ছেন না। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে এবার তাঁরা প্রতিবাদে শামিল হলেন। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জেলা কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এই মহকুমায় কয়েক হাজার প্রতিবন্ধী রয়েছেন। কিন্তু বেশিরভাগেরই এই কার্ড নেই। শীঘ্রই এই কার্ড হাতে না পেলে আন্দোলন আরও তীব্র করা হবে। এদিন পথসভা থেকে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধিরও দাবি তোলা হয়।

    এবিষয়ে এক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির অভিভাবক উত্তম গিরি বলেন, ইউডিআইডি কার্ড পাওয়ার জন্য হাসপাতালে ফর্ম জমা দিয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত হাতে পাইনি। সেই কারণে সবাই জমায়েত হয়েছি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)