• ফের ম্যানগ্রোভ কেটে ভেড়ি হচ্ছে নামখানায়, ব্যবস্থা নেওয়ার আশ্বাস
    বর্তমান | ০৭ মে ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: নামখানার ঈশ্বরীপুরে বেআইনিভাবে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরি করার অভিযোগ উঠল কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, এখানে নদীর চর দেদার দখল করা হচ্ছে। এরপর সেখানে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরি করার কাজ চলছে। এমনকী জেসিবি দিয়ে মাটি কেটে বড় বড় ভেরি তৈরি করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, এমন চলতে থাকলে আগামী দিনে এলাকায় বড় বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ঈশ্বরীপুরের এক দিক দিয়ে হাতানিয়া দোয়ানিয়া ও অপর দিক দিয়ে সপ্তমুখী নদী বয়ে গিয়েছে। তাই এই গ্রামের সবচেয়ে বড় সমস্যা হল নদী বাঁধের ভাঙন। অতীতে প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই গ্রাম বেশ কয়েকবার ক্ষতিগ্রস্তও হয়েছিল। নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল কৃষি জমি।

    কিন্তু তা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি এই কুকর্মে লিপ্ত হয়েছেন। এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা রঘুনাথ দাস বলেন, অতীতেও এই এলাকার কয়েকজন মিলে এইরকম কাজ করেছিলেন। প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল। কিন্তু আবারও দেখছি ম্যানগ্রোভ কেটে নদীর ধারে মাছের ভেড়ি তৈরি করা হচ্ছে। প্রশাসনের উচিত ফের এই বিষয়ে নজর দেওয়া।

    নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, নদীবাঁধের পাশে মাছের ভেড়ি তৈরি করা সত্যি খুবই বিপজ্জনক। বিশেষত ম্যানগ্রোভ ধ্বংস করে ভেরি কাটা আইনত অপরাধ। স্থানীয় পঞ্চায়েতের কাছ থেকে অবশ্যই খোঁজ নিয়ে দেখব। যদি সত্যিই কেউ করে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)