সেক্টর ফাইভে বহুতল পার্কিং প্লাজা তৈরি করতে উদ্যোগী এনডিআইটিএ
বর্তমান | ০৭ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের সেক্টর ফাইভ, রাজ্যের আইটি হাব। আইটি সেক্টরের অফিস, কর্পোরেট অফিস সহ এখানে রয়েছে প্রচুর সরকারি, বেসরকারি সংস্থার অফিসও। কয়েক হাজার কর্মী-আধিকারিক কাজ করেন। তাই এই এলাকায় গাড়ি ও বাইকের চাপ অত্যধিক। একটি পার্কিং প্লাজা থাকলেও তা পর্যাপ্ত নয়। তাই রাস্তার ধারেই লম্বা করে গাড়ি-বাইক পার্কিং করা থাকে। এর ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাই সেক্টর ফাইভে একটি বহুতল পার্কিং প্লাজা তৈরি করার উদ্যোগ নিয়েছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ)। এই পার্কিং প্লাজায় ৭০০ গাড়ি রাখার ব্যবস্থা থাকবে।
সেক্টর ফাইভের ভিতরে রাস্তার ধারে অনেকগুলি পার্কিং এরিয়া রয়েছে। কোথায় রাস্তার একদিকে গাড়ি ও বাইক পার্কিং করা থাকে, কোথাও আবার রাস্তার দু’পাশে থাকে। ফলে, রাস্তা সরু হয়ে যায়। দিন কয়েক আগেই সেক্টর ফাইভে একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছিল। কিন্তু সেখানে রাস্তার ধারে পার্কিংয়ের জেরে দমকলের ইঞ্জিন ভিতরে ঢুকতে বেগ পেয়েছিল। ওই ঘটনার পরেই ওই এলাকার পার্কিং কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য বর্তমানে সেক্টর ফাইভের এ কিউ ব্লকে একটি বহুতল পার্কিং প্লাজা রয়েছে। সেখানে ৬০০ গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। নতুন এই পার্কিং প্লাজাটি হয়ে গেলে মোট ১৩০০ গাড়ি রাখা যাবে। ফলে, রাস্তার ধারে গাড়ির চাপ অনেকটাই কমবে। এনডিআইটিএ সূত্রে জানা গিয়েছে, সেক্টর ফাইভের ফিলিপস মোড় সংলগ্ন সিপি ব্লকে স্ট্রিট নম্বর ৯-এর ধারে একটি জমি রয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে সম্প্রতি সেই জমি হাতে পেয়েছে এনডিআইটিএ কর্তৃপক্ষ। সেখানেই এই নতুন ‘মাল্টি স্টোরিড পার্কিং প্লাজা’ তৈরি হবে। ৮-৯ তলা তৈরির পরিকল্পনা রয়েছে। প্রকল্পের ডিপিআরও তৈরি হয়ে গিয়েছে।
কাজ শুরুর জন্য সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া চলছে। আগামী দেড় বছরের মধ্যে এই বহুতল পার্কিং প্লাজা