কলকাতা স্টেশনের কাছে বাড়ির পাঁচিল ভেঙে জখম শিশু সহ ৪
বর্তমান | ০৭ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর রাতে শহরে ভয়াবহ দুর্ঘটনা। কলকাতা স্টেশন সংলগ্ন একটি বাড়ির পাঁচিল ভেঙে জখম হলেন চারজন। আহতদের মধ্যে এক শিশু রয়েছে। পুলিস জানিয়েছে, চারজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারও আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, টালা থানা এলাকার শিরীষচন্দ্র চৌধুরী লেনে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে একটি পরিত্যক্ত গোডাউন রয়েছে। সোমবার রাত ২টো নাগাদ আচমকা সেই গোডাউনের পিছনের দিকের পাঁচিলের একটি অংশ ভেঙে পড়ে। পাঁচিলের দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ ফুট। পুলিস জানিয়েছে, ওই গোডাউনের ঠিক পিছনেই রয়েছে কয়েকটি ঝুপড়ি। সেখানেই ঘুমোচ্ছিলেন বাসিন্দারা। মধ্যরাতে ঝুপড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাঁচিলটি। আহতদের নাম মঞ্জু মণ্ডল (৫৫), মীনা নায়েক (৫০), চম্পা বেরা জ্যোতি (৩২) ও সুকৃতী জ্যোতি (১০)। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টালা থানার পুলিস। একইসঙ্গে মাঝরাতেই সেখানে আসেন পুরসভার ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা। পুরসভার জেসিবি দিয়ে ভেঙে পড়া পাঁচিলের ধ্বংসাবশেষ সরানো হয়। আহতদের উদ্ধার করে আর জি করে পাঠায় টালা থানার পুলিস।