নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভাড়াটিয়া এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাড়ির মালিক। ঘটনাটি দেগঙ্গা থানা এলাকার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সাবুর আলি মোল্লা (৪৯)। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিস। এদিনই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা সহ গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিস জানিয়েছে, সাবুরের বাড়িতেই ভাড়া থাকেন নাবালিকার পরিবার। অভিযোগ, রবিবার বাড়িতে বয়স্ক কেউ না থাকার সুযোগ নিয়ে সাবুর বছর আটের নাবালিকাকে ধর্ষণ করেন। খবর পেয়ে সাবুর আলিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিস। পরবর্তীতে সোমবার নির্যাতিতা নাবালিকার মা দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিস। মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।