নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের চুরি সল্টলেক শহরে। ফের তালাবন্ধ ফ্ল্যাটে ঢুকে আলমারি খুলে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। করুণাময়ী হাউজিংয়ের ই ডি ব্লকের একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে সোমবার রাতে বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দু’সপ্তাহ আগেই সল্টলেকে বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত একটি বাড়িতে দুঃসাহিক চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তিনজন গ্রেপ্তারও হয়েছে। তবে এই চুরির ঘটনায় অন্য গ্যাংয়ের সদস্যরা যুক্ত রয়েছে বলে অনুমান পুলিসের।
জানা গিয়েছে, করুণাময়ী হাউজিংয়ের ইডি ব্লকে চুরি হয় ২ মে। অভিযোগকারী পুলিসকে জানিয়েছেন, ওইদিন ১১টা ১০ মিনিট থেকে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত ফ্ল্যাটে কেউ ছিলেন না। ডবল তালা লাগিয়ে বাড়ির লোকজন বেরিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন, দরজার বাইরে তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন, আলমারি খোলা। তার ভিতরে থাকা সোনার বাঁধানো পলা, আংটি, সোনার কানের দুল চুরি গিয়েছে।