• ভুয়ো সরকারি নথি দিয়ে ৭৫ লক্ষ টাকার রড হাতিয়ে ধৃত
    বর্তমান | ০৭ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি জাল নথি দিয়ে এক নামী রড প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে প্রায় ৭৫ লক্ষ টাকার রড হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনার তদন্ত নেমে শেক্সপিয়র সরণি থানার পুলিস বিহার থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রাজেশকুমার সিং। কলকাতা পুলিস তাঁকে ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করে। বিচারক তাঁকে ১৩ মে পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি আদালতে জানান, ধৃতের হেফাজত থেকে যে সমস্ত কাগজপত্র উদ্ধার হয়েছে, পুলিস তা তদন্ত করে দেখছে। ভুয়ো সরকারি নথিটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সম্প্রতি ওই নামী রড প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিস আইনি নোটিস দিয়ে অভিযুক্তকে ডেকে পাঠায়। কিন্তু তিনি গরহাজির থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানো জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতেই পুলিস তাকে বিহার থেকে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)