পুরসভা, টিভিসি ও পুলিসের যৌথ হানা, নিউ মার্কেটে বেআইনি হকার উচ্ছেদ, ফের বসলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা
বর্তমান | ০৭ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি) আগেই সিদ্ধান্ত নিয়েছিল নিউ মার্কেট জুড়ে বিভিন্ন পিচ রাস্তার দখল নেওয়া বেআইনি হকারদের উচ্ছেদ করা হবে। মঙ্গলবার সকালে সেই মতো চলল উচ্ছেদ অভিযান। রীতিমতো বুলডোজার সঙ্গে নিয়ে যৌথ হানা দিল পুরসভা, টিভিসি ও পুলিস। যদিও মাইকিং করে হকারদের বুঝিয়ে এদিন সরানো হয়েছে। বুলডোজারের ব্যবহার কিংবা বলপূর্বক কাউকে উচ্ছেদ করতে হয়নি। পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, এবার থেকে নিয়মিত এমন হানা দেওয়া হবে, যাতে কেউ পিচ রাস্তা দখল করে ব্যবসা চালাতে না পারেন।
এদিনের অভিযানে নেতৃত্ব দেন কলকাতা পুরসভার সচিব স্বপনকুমার কুণ্ডু, কলকাতা পুলিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার ও নিউ মার্কেট থানার ওসি। ছিলেন টিভিসির সদস্য শক্তিমান ঘোষ। এদিন বিরাট পুলিস বাহিনীর পাশাপাশি পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিক-কর্মীরাও ছিলেন। ডাম্পার, বুলডোজার, ইলেকট্রিক কাটার, শাবল, কাটারি নিয়ে চলল যৌথ হানা। পুরসভার সামনে থেকেই শুরু হয় এই অভিযান। হুমায়ুন প্লেস, চৌরঙ্গী প্লেস, বারট্রাম স্ট্রিট, জওহরলাল নেহরু রোড সহ নিউ মার্কেটের সংলগ্ন বিভিন্ন এলাকায় এদিন অভিযান চলে। মাইকিং করে সাবধান করা হয় হকারদের।
সকালে পিচ রাস্তা দখল করে তখন সবে সবে হকাররা পসরা নিয়ে বসতে শুরু করেছেন। সেই সময় পুলিস ও কর্পোরেশন বাধা দেয়, সতর্ক করে। মাল সরিয়ে নিয়ে যেতে বলে হকারদের। বেআইনি কাঠামো খুলে ফেলতেও বলা হয়। নির্দেশমতো হকাররা সেই কাজ করেন।
টিভিসির সদস্য শক্তিমান ঘোষ বলেন, আমাদের কমিটিতে গত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বেআইনি হকারদের উচ্ছেদ করা হবে। যাঁরা পিচ রাস্তা দখল করে বসবেন, তাঁরা বেআইনি হকার। তাঁদের রেয়াত করা হবে না। আজ আমরা তাঁদের সতর্ক করে তুলে দিয়েছি। বাঁধানো কাঠামো খোলা হয়েছে। বলে দেওয়া হয়েছে, ফের রাস্তা দখল করে বসলে আমরা দোকান, ডালা সমেত তুলে নেব, মালও বাজেয়াপ্ত করব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরখানেক আগেই হকার নিয়ে উষ্মা প্রকাশ করায় পুলিস ও পুরসভা ব্যাপক অভিযান চালায় বেআইনি হকারদের বিরুদ্ধে। ফলে নিউ মার্কেটের একটি পরিচ্ছন্ন ছবির দেখা মিলেছিল কিছু দিন। কিন্তু, ফের সেই পুরনো ছবি ফিরেছে। একের পর এক রাস্তা হকারদের দখলে গিয়েছে। সেই মতোই এদিন অভিযান চলে নিউ মার্কেট চত্বরে। নিজস্ব চিত্র