চেন্নাইয়ের হোটেলে বাংলার দম্পতির দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য
বর্তমান | ০৭ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চেন্নাইয়ের হোটেলে উদ্ধার হয়েছে বাংলার এক দম্পতির দেহ। সোমবার পরিবারের কাছে সেই খবর আসে। মঙ্গলবার দু’জনের দেহ আনতে রওনা দিয়েছেন মৃতের বাড়ির লোকজন। মৃতদের নাম রিজুয়ান মোল্লা (২৭) ও তাজমিরা খাতুন ( ২৩)। রিজুয়ান হাওড়ার আমতার বাসিন্দা ও তাজমিরা ডায়মন্ডহারবারের কামালপুরের বাসিন্দা। জানা গিয়েছে, এক বছর আগে দু’জনের বিয়ে হয়েছিল। এরপর তাঁরা কাজের সন্ধানে চেন্নাইয়ে চলে যান। সেখানে স্ত্রী বাড়ির পরিচারিকার কাজ শুরু করেছিলেন। স্বামী একটি হোটেলের কর্মী হিসেবে যুক্ত হন। চলতি মাসে ২১ তারিখে দু’জনের বাড়ি ফেরার কথা ছিল। তাজমিরার বাড়ির লোকজন বলেন, মেয়ে ফোন করে জানিয়েছিল টিকিট কাটা হয়ে গিয়েছে। অনেকদিনের জন্য আসছি বলে ও। খুবই আনন্দিত ছিল মেয়ে। কিন্তু চেন্নাই পুলিস আমাদের ফোন করে জানায়, স্বামী স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, হোটেলের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রিজুয়ানকে। মেঝেতে পড়েছিলেন তাজমিরা। খুন না আত্মহত্যা, এই নিয়ে তৈরি হয়েছে রহস্য। যদিও মেয়ের বাড়ির লোকজনের অভিযোগ, দু’জনকে খুন করা হয়েছে। সোমবার সকালে দীর্ঘক্ষণ রিজুয়ানের দেখা না পেয়ে হোটেলের কর্মীরা তাঁর ঘরে গিয়ে দেহগুলি দেখতে পান।