• নিজেরা ভাগ হওয়ার আগে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন: মমতা
    দৈনিক স্টেটসম্যান | ০৭ মে ২০২৫
  • ‘নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন’, মুর্শিদাবাদের সভা থেকে ফের একবার বিভাজনকে রুখে দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি ও কয়েকটি মৌলবাদী সংগঠন হিংসায় প্ররোচনা দেয়। সাধারণ মানুষ যাতে কারও প্ররোচনায় পা না দেন সেই আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পহেলগাম কাণ্ডের পর জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন শহিদ বাংলার ঝন্টু আলি শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে সুতি, ফরাক্কা ও ধুলিয়ানকে নিয়ে নতুন মহকুমা তৈরি হবে বলে জানিয়েছেন মমতা।

    সোমবারই মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদের ঘটনার জন্য বিজেপি ও বিএসএফকে নিশানা করেন তিনি। পাশাপাশি ‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার’–এর বিরুদ্ধেও তোপ দাগেন। নাম না করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই বোঝাতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সাম্প্রদায়িক অশান্তিকে ঘিরে রাজনীতি না করে বিজেপি সরকারকে সীমান্ত রক্ষায় নজর দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতা। মঙ্গলবার মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিনে বহরমপুর থেকে হেলিকপ্টারে সামশেরগঞ্জে পৌঁছান তিনি। সেখান থেকে তিনি হেঁটে বিডিও অফিসে পৌঁছে মুর্শিদাবাদে হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন। তাঁদের সমস্যার কথা শোনেন। এ দিন প্রায় ২৮০টি পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মমতা। ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় বাংলার বাড়ির প্রতীকী চাবিও। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজি রাজীব কুমার। সুতিতে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মমতা। সেখানে জম্মু ও কাশ্মীরে জঙ্গিতে গুলিতে শহিদ সেনা জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেন তিনি। পরিবারের সদস্যদের ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়। এছাড়াও ঝন্টু আলির সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার।

    সুতির প্রশাসনিক সভামঞ্চ থেকে মুর্শিদাবাদ জেলার উন্নয়নের জন্য মোট ৭১৮ কোটি টাকা ব্যয়ে ১৬৭টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুর্শিদাবাদে ১৭৫টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও ঘোষণা করেন তিনি। এ দিনও দাঙ্গায় প্ররোচনা দেওয়ার জন্য বিজেপি ও কয়েকটি মৌলবাদী সংগঠনকে নিশানা করেছেন মমতা। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘কারও কথা শুনে প্ররোচিত হবেন না।

    আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন। মানুষে মানুষে ভাগ করবেন না। আমি আমার চোখের সামনে কোনও দাঙ্গা দেখতে চাই না। দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে আনা হয়। কারও কথায় দাঙ্গা করবেন না। দাঙ্গা করলে সবাই থাকবে কিন্তু দিদি থাকবে না আপনার পাশে।’ বাংলার মা–বোনেদের কাছে তাঁর আর্জি, কেউ হিংসা ছড়াতে এলে রুখে দিন।

    ফের একবার নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, তিনি সব ধর্মকে ভালোবাসেন। নিজে মানবিক ধর্ম পালন করেন। তাঁর গোত্র হল মা মাটি মানুষ। এই গোত্রেই তিনি জগন্নাথ মন্দিরেও পুজো দিয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)