• কাল সার্কিট বেঞ্চের হস্তান্তর, আজ পরিদর্শন
    এই সময় | ০৭ মে ২০২৫
  • এই সময় জলপাইগুড়ি: জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত ভবন হস্তান্তর হতে চলেছে কাল, বৃহস্পতিবার। তার আগে আজ, বুধবার ভবন পরিদর্শনে জলপাইগুড়ি আসছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিভাগনানম।

    জানা গিয়েছে, প্রধান বিচারপতির উপস্থিতিতেই রাজ্য সরকারের তরফে এই নতুন ভবন কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হবে। সেখানে জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন থেকে শুরু করে থাকবেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ও প্রশাসনিক আধিকারিকরা।

    এ দিকে, সার্কিট বেঞ্চটি ফুল বেঞ্চ করার দাবি তোলা হয়েছে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের তরফে। সেই দাবিতে বুধবার তারা প্রধান বিচারপতির হাতে একটি স্মারকলিপি তুলে দেবেন বলে জানিয়েছেন।

    ২০১৮-১৯ সালে জলপাইগুড়ি শহরের স্টেশন রোডে থাকা জেলা পরিষদের ডাকবাংলোয় অস্থায়ী ভাবে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চটি চালু করা হয়। পরে শহর সংলগ্ন পাহাড়পুরে জাতীয় সড়কের পাশে প্রায় ৫৩ একর জমিতে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়।

    সেখানে মোট ১৩টি কোর্টরুমের পাশাপাশি বিচারপতিদের বাংলো, সার্কিট বেঞ্চের জন্য থানা–সহ অন্যান্য পরিকাঠামোও গড়ে তোলা হচ্ছে। যার অধিকাংশই শেষের পথে। ইতিমধ্যেই এই নতুন ভবন দেখে গিয়েছেন বিচারপতি সম্পা সরকার ও বিশ্বজিৎ বসু।

    মঙ্গলবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী বলেন, ‘ভবনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিভাগনানম সঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসু এখানে আসছেন। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই ভবন হস্তান্তরের কাজ সেরে ফেলার কথা রয়েছে।’

    অন্য দিকে, জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকারের বক্তব্য, ‘প্রধান বিচারপতিকে স্বাগত জানানোর পাশাপাশি এই সার্কিট বেঞ্চকে ফুল বেঞ্চ করার দাবিতে একটি স্মারকলিপি তাঁর হাতে তুলে দেব।’ সূত্রের খবর, স্থায়ী পরিকাঠামোয় কাজ শুরু হলে উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর, মালদা–সহ উত্তরবঙ্গের সমস্ত জেলার মামলাগুলি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অধীনে চলে আসবে।’

  • Link to this news (এই সময়)