• Breaking News Live: ছত্তিসগড়ের বীজাপুরে নিকেশ ১৫ মাওবাদী
    এই সময় | ০৭ মে ২০২৫
  • ছত্তিসগড়ের বীজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ অন্তত ১৫ মাওবাদী। ছত্তিসগড়-তেলঙ্গনার সীমানায় কারেগুট্টা পাহাড়ের কাছে বুধবার ভোররাত থেকে শুরু হয়েছে গুলির লড়াই। বেসরকারি একটি সূত্রের খবর, সংঘর্ষে নিহত হয়েছেন ১৮ মাওবাদী। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে।

    সিউড়িতে পথদুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস।

    মুম্বই বিমানবন্দরে ফোন করে ইন্ডিগোর বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    বুধবার কলকাতা হাই কোর্টে প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। আজ থেকে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা। আজ বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ওই মামলাটি শুনবে।

    আজ কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। দুপুরে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। তবে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর ও দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার থেকে হবে আবহাওয়ার পরিবর্তন।

    চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে আজ। পরীক্ষার্থীরা বুধবার দুপুর ২টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের রেজ়াল্ট দেখতে পারবে। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় এ বার ফল প্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের।

    পহেলগাম হামলার পর থেকে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এমন আবহে আপৎকালীন পরিস্থিতিতে দেশবাসী কী কী করবে তার জন্য বুধবার মহড়া চালানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়া চলবে। তালিকায় পশ্চিমবঙ্গের ৩১টি জায়গাও রয়েছে।

  • Link to this news (এই সময়)