• সপ্তাহান্তেই তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে, ফের অসহ্য গরমে পুড়বে বাংলা
    এই সময় | ০৭ মে ২০২৫
  • কলকাতা-সহ একাধিক জেলায় কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। জ্বালাপোড়াও তেমন ছিল না। তবে সপ্তাহান্তেই ফের গরম ও অস্বস্তিকর অবস্থা তৈরি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পূবার্ভাস অনুযায়ী, বুধবার কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সেই সঙ্গে চড়চড়িয়ে বাড়বে পারদ।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। দুপুরে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে পশ্চিমের চার থেকে ছয় জেলায় তাপপ্রবাহ চলবে। সেই সময় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে বলে জানা গিয়েছে।

    দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    বুধবার থেকে ঝড়বৃষ্টি কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু'এক জায়গায়। এ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও মালদা-সহ সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ওই দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের।

    পূবার্ভাস অনুযায়ী, ১৩ই মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত বছরের তুলনায় এ বার আরও আগে বর্ষা ঢুকবে ভারতের দ্বীপপুঞ্জে।

  • Link to this news (এই সময়)