আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত রাজ্য দেহ গঠন সংস্থার অন্যতম কর্ণধার পরেশ ব্যানার্জি। দক্ষিণ কলকাতার বাসিন্দা ছিলেন তিনি। অতীতে তিনি নিজের শারীরিক সৌন্দর্য দেখিয়ে স্ট্রং ম্যান অফ বেঙ্গল উপাধি অর্জন করেছিলেন। ২ মে ৯৫ বছর বয়েসে সকাল ৮ টা নাগাদ গলফগ্রীন বাসস্থানে দেহত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে শরীর চর্চা ও রাজ্য দেহ গঠন সংস্থার অপূরণীয় ক্ষতি হল। তার এই মৃত্যুতে ভারত শ্রী দামোদর চ্যাটার্জি এবং ভারত শ্রী দুর্গাদাস চ্যাটার্জি গভীর শোকপ্রকাশ করেছেন।