আন্দোলনের পরিকল্পনা কী? সভাপতি কাকে চান? বঙ্গে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বললেন দিল্লির নেতারা
আনন্দবাজার | ০৭ মে ২০২৫
পরবর্তী কর্মসূচি কী হতে পারে বা দলের সাংগঠনিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সামনের সারির একঝাঁক নেতানেত্রীর মতামত নিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি, তাঁদের মধ্যে কারও কারও সঙ্গে আবার সভাপতিত্ব সম্পর্কে কথা বলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং সহ-পর্যবেক্ষক অমিত মালবীয়। এমনই খবর বিজেপি সূত্রে। মঙ্গলবার সল্টলেকের সদর দফতরে বৈঠকে ডাকা হয় বঙ্গ বিজেপির অনেক নেতানেত্রীকে। সেই বৈঠকেই কর্মসূচি, সভাপতিত্ব, সাংগঠনিক বিষয়ে আলাদা আলাদা করে আলোচনা করেন কেন্দ্রীয় নেতৃত্ব।
মঙ্গলবারের বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, রাজ্য বিজেপির পাঁচ সাধারণ সম্পাদক, দু’জন সংগঠন সম্পাদক, দেবশ্রী চৌধুরী, নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ, মনোজ টিগ্গা, শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপির প্রথম সারির সকল নেতানেত্রী। সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা সকলের সঙ্গে আলাদা করে কথা বলেন।
বুধবার বিজেপির কার্যকর্তা, জেলা সভাপতিদের নিয়ে একটি বৈঠক রয়েছে। ওই বৈঠকের আগে মঙ্গলবারের বৈঠক কেন, তা নিয়ে কৌতূহল ছিল বিজেপির অন্দরে। শুধু তা-ই নয়, কী হল মঙ্গলবারের কোর কমিটির বৈঠকে, তা নিয়েও আলোচনা কম চলছে না। তবে এই বৈঠক নিয়ে প্রায় সকলেই মুখে কুলুপ এঁটেছেন। তাতে কৌতূহলের মাত্রা আরও বেড়েছে। তবে বিজেপি সূত্রে খবর, বেশ কিছু সাংগঠনিক বিষয় নিয়ে জানতে চাওয়া হয় বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে। তবে কারও কারও কাছে রাজ্য সভাপতিকেন্দ্রীক প্রশ্নও করা হয়।
রাজ্য বিজেপির সভাপতি হিসাবে প্রথম দফার মেয়াদ শেষ হয়েছে সুকান্তের। এর পর রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে জল্পনা চলছেই। সুকান্তই থাকবেন নাকি তাঁর জায়গায় অন্য কেউ? সেই আবহেই মঙ্গলবার বঙ্গ বিজেপির নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা।