মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি সংক্রান্ত মামলা ছেড়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতির পর্যবেক্ষণ, বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন বিশেষ ডিভিশন বেঞ্চে মুর্শিদাবাদের অশান্তি সংক্রান্ত মামলার শুনানি চলছে। এই মামলাটিও যেহেতু ওই ঘটনার সঙ্গে যুক্ত তাই মামলাটি তিনি শুনবেন না। প্রসঙ্গত, মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত প্রৌঢ়ের স্ত্রী সোমবার তাঁর স্বামী এবং ছেলের খুনের তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া এবং বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ নিয়ে মামলা দায়ের করেছিলেন।
আদালতের খবর, মামলাটি নিয়ম মোতাবেক প্রধান বিচারপতি টি এস শিবগণনমের কাছে যাবে। তিনি কোন বেঞ্চে মামলাটির শুনানি হবে তা স্থির করবেন। তবে আইনজীবীদের একাংশের ধারণা, মামলাটি বিচারপতি সেনের নেতৃত্বাধীন বেঞ্চেই যাবে।
এ দিন মামলার শুনানি চলাকালীন একজন আইনজীবীর আচরণে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ঘোষ। তিনি বলেন, ‘‘রাজনৈতিক দলের সাথে জড়িত কিছু আইনজীবী কোর্টে রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন। তাঁদের ক্ষমতার উৎস যেহেতু রাজনৈতিক নেতারা তাই আদালতে মামলার শুনানিতেও সেই ক্ষমতা প্রদর্শন করেন তাঁরা।’’ রাজ্যের কিছু প্রবীণ আইনজীবীর উদাহরণ তুলে তিনি বলেন, ‘‘বর্তমান প্রজন্মের আইনজীবীদের কোর্টে শৃঙ্খলাপরায়ণ হওয়া উচিত।’’