• ৪ জেলায় তাপপ্রবাহ, ফিরছে হাঁসফাঁস গরম, ফের বৃষ্টি কবে?
    আজ তক | ০৭ মে ২০২৫
  • গত সপ্তাহে একাধিকবার বৃষ্টি হয়েছে। এরফলে তাপমাত্রাও কমেছিল অনেকটাই। তবে চলতি  সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস বলছে সপ্তাহের শেষের দিকে আবহাওয়া হবে শুষ্ক।

    বৃহস্পতিবার থেকে হওয়া বদল
     হাওয়া অফিস বলছে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে হওয়া বদল শুরু । শুক্রবার থেকে গরম বাড়বে। সপ্তাহের শেষে পশ্চিমের জেলায় ফের চরম গরম অনুভূত হবে। আবহাওয়া দফতর বলছে, সপ্তাহের শেষে অস্বস্তিকর গরম বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    হাওয়া অফিস বলছে উইকেন্ডে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহান্তে রীতিমতো উষ্ণতার ছোঁয়া ফিরতে পারে। শুক্রবার থেকে রবিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া রাজ্যে। বুধবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কবে এদিন থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে।  শুক্রবার থেকেই পরিষ্কার আকাশ তাপমাত্রা বাড়তে শুরু করবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।  বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলে পূর্বাভাস। সঙ্গে ভোগাবে আর্দ্রতা।

    ৪ জেলায় তাপপ্রবাহ
    বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আবহাওয়া থাকবে গরম। দক্ষিণের সব জেলাতেই ওই দিন গরমের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্র এবং শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। সেখানে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াতে পারে। দক্ষিণের বাকি জেলাতেও ওই দু’দিন অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    উত্তরবঙ্গের পরিস্থিতি
    বুধবার ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে  দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায়।  বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায়। এর পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও বাড়তে শুরু করবে। আগামী দিন পাঁচেকের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কোনও কোনও জায়গায় ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। বুধবারের পর তাপমাত্রা বেড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বইতে পারে শুকনো হাওয়া। রবিবার উত্তরবঙ্গের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

    কলকাতার আবহাওয়া
    হাওয়া অফিস জানিয়েছে, ৮ মে থেকে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকবে। মঙ্গলবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল  ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি  সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 
  • Link to this news (আজ তক)