অয়ন ঘোষাল: সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া; তাপপ্রবাহ। তাপপ্রবাহ পশ্চিমের চার থেকে ছয় জেলায়। কলকাতায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি। আর ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে পশ্চিমের জেলাগুলিতে। শুক্রবার থেকে রবিবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে।
শুক্রবার তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।
মনসুন আপডেট
আগাম বর্ষার বার্তা মৌসম ভবনের। নির্ধারিত দিনের নয় দিন আগেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে। ১৩ই মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অন সেট হয় ২২ শে মে। গত বছর তিন দিন আগে উনিশে মে অন সেট হয়েছিল। এবার আরও অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে।
দক্ষিণবঙ্গ
আজ বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায়। এদিন বজ্রবিদ্যুৎ সহ ভিত্তিক সম্ভাবনা থাকবেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া ও মুর্শিদাবাদে।
কাল বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
বৃহস্পতিবার থেকে শনিবার গরমে অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতে। শুক্রবার ও শনিবার তাপ প্রবাহ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।
উত্তরবঙ্গ
আজ বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং থেকে মালদা সব জেলাতে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
বৃহষ্পতিবার ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যে এক পশলা দু এক জায়গায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।
শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের।
কলকাতা
সকালে পরিষ্কার আকাশ। দুপুরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব হালকা সম্ভাবনা থাকবে।
কাল বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উইকেন্ডে শুষ্ক আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৮৮শতাংশ।