SSC চাকরি বাতিল: ‘এক্তিয়ার নেই’, আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট
প্রতিদিন | ০৭ মে ২০২৫
গোবিন্দ রায়: এসএসসি সংক্রান্ত আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট। আদালত অবমাননার যে মামলা হাই কোর্টে দায়ের করা হয়েছে সেটা শোনার এক্তিয়ার নেই এই আদালতের, জানাল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। যেহেতু কলকাতা হাই কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট কিছু রদবদল করেছে তাই এই মামলায় হস্তক্ষেপ করতে পারে না হাই কোর্ট, জানালেন বিচারপতি বসাক।
কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রেখেই চলতি মাসের শুরুতেই ২০১৬ সালের এসএসসির প্য়ানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। যদি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বদলও করেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট ‘দাগি’ চাকরিহারাদের বেতন ফেরানো-সহ একাধিক নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশগুলো কেন কার্যকর হচ্ছে না, সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা।
সেই মামলার শুনানিতে স্কুল শিক্ষাদপ্তর বলে, চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকলেও কলকাতা হাই কোর্ট যা যা বলেছিল, তার কিছুটা পরিবর্তন করেছে শীর্ষ আদালত। ফলে মামলা করলে সুপ্রিম কোর্টে করতে হবে বলে দাবি করে তাঁরা। যদিও আবেদনকারীদের মধ্যে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর দাবি, যেহেতু নির্দেশের বিষয়বস্তুর উপর ব্যাপক অর্থে কোনও পরিবর্তন হয়নি। কলকাতা হাই কোর্টের রায়ের মূল উদ্দেশ্যে কোনও পরবর্তী সুপ্রিম কোর্ট করেনি, তাই কলকাতা হাই কোর্টে এই মামলা করা যায়। কিন্তু স্কুল শিক্ষাদপ্তরের আবেদনই মান্যতা পেল আদালতে। হস্তক্ষেপ করল না হাই কোর্ট।