• ‘এখন আর আশা দেখছি না...’ অপারেশন সিন্দুর পর হতাশ পূর্ণমের পরিবার
    এই সময় | ০৭ মে ২০২৫
  • মঙ্গলবার মধ্য রাতের ‘অপারেশন সিন্দুর’ ধ্বংস করেছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের একাধিক ঘাঁটি। একেবারে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যে খুশি হওয়ার বদলে সিঁদুরে মেঘ দেখছে রিষড়ার BSF জওয়ানের পরিবার।

    পাকিস্তানি রেঞ্জার্সের হাতে বন্দি ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউয়ের দ্রুত ফিরে আসার সম্ভাবনা দেখছিল তাঁর পরিবার। কিন্তু এই অবস্থার পর উদ্বেগ ও উৎকন্ঠা ঘিরে ধরেছে তাঁর পরিবারের সদস্যদের।

    মঙ্গলবার রাতের পর অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গিয়েছে BSF জওয়ানের পরিবার। পূর্ণমের স্ত্রী রজনী সাউ অন্তঃসত্ত্বা। বুধবার সকালে ‘অপারেশন সিন্দুর’-র খবর পাওয়ার পর স্বামীর চিন্তায় ঘুম উড়েছে রজনীর।

    চোখে জল নিয়ে রজনী বলেন, ‘এখন আর আশা দেখছি না। যুদ্ধ বেধে গিয়েছে। আমরা ভেবেছিলাম, মঙ্গলবার ভারতের প্রত্যাঘাতের আগেই পাকিস্তান থেকে পূর্ণমের ফেরার কোনও বন্দোবস্ত করা হবে। কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে গেল। এখন পাকিস্তান আর হয়ত ওকে ছাড়বে না।’ এ দিকে BSF জওয়ানের মায়ের গলাতেও শোনা গেল একই সুর।

    BSF-এর স্ত্রী রজনী চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এ ব্যাপারে কথা বলবেন। উল্লেখ্য, কিছুদিন আগেই পূর্ণমকে ফেরানোর বিষয়ে BSF-এর ডিজির সঙ্গে কথা বলেছিলেন কল্যাণ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্তারা আশাবাদী যে, পূর্ণমকে দ্রুত দেশে ফেরানো যাবে। যদিও এখনও তা বাস্তবায়িত হয়নি।

    পূর্ণমের স্ত্রী রজনী সাউ কিছুদিন আগেই পাঠানকোট এবং হিমাচল প্রদেশের কাংড়ায় গিয়ে BSF কর্তাদের সঙ্গে দেখা করেন। তারপরে আটদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পূর্ণমের ফেরার বিষয়ে কোনও খবর আসেনি।

  • Link to this news (এই সময়)