• পড়ার চাপে আঁকা ভুলতে বসেছিল উচ্চ মাধ্যমিকে চতুর্থ সৃজিতা, কী পরামর্শ তার?
    এই সময় | ০৭ মে ২০২৫
  • সারাদিন বইয়ে মুখ গুঁজে বসে থাকা একেবারেই অপছন্দ উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে চতুর্থ সৃজিতা ঘোষালের। ৫০০ নম্বরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৪৯৪। বুধবার দুপুরে নিজের রেজ়াল্ট শোনার পর একটু হলেও অবাক হয়েছে সৃজিতা। ভালো রেজ়াল্ট হবে সে জানত। কিন্তু উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে চতুর্থ স্থানে তার নাম থাকবে, তা সে স্বপ্নেও ভাবতে পারেনি, জানাচ্ছে সৃজিতা। তবে চতুর্থ স্থানে থাকলেও মেয়েদের মধ্যে রাজ্যে সেই প্রথম।

    বাঁকুড়ার সোনামুখী গার্লস হাই স্কুলের ছাত্রী সৃজিতা ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। কিন্তু নিজের রেজাল্ট দেখার পর কী বলছে সৃজিতা? কতটা সময় সে দিত পড়াশোনার জন্য? সারাদিন নয়, বরং সময় পেলেই পড়তে বসে পড়ত সৃজিতা। সে বলে, ‘ভালো রেজ়াল্ট হবে আশা করেছিলাম। কিন্তু এত ভালো হবে তা স্বপ্নেও ভাবতে পারিনি।’

    কী ভাবে পড়াশোনা করত সে? সৃজিতা বলে, ‘কোচিংয়ের স্যররা যেভাবে আমাকে গাইড করেছেন, আমি সেভাবেই পড়াশোনা করেছি। কখনও কোনও বিষয়ে বুঝতে অসুবিধে হলে বাড়িতে এসে নিজেই সেটা সমাধান করার চেষ্টা করতাম। আমার পড়াশোনার কোনও নির্দিষ্ট ধরাবাঁধা সময় ছিল না।’ সৃজিতা জানিয়েছে, ভবিষ্যতে তার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। অবসর সময়ে ছবি আঁকতে ভালোবাসে সৃজিতা। কিন্তু গত দু’বছরে পড়াশোনার চাপে আর ছবি আঁকা সম্ভব হয়নি বলে আক্ষেপের সুরে জানায় কৃতী ছাত্রী।

    সৃজিতা জানিয়েছে, তাকে সকলে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে। তবে তার এই সাফল্য সম্ভব হয়েছে শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মায়ের জন্য। মেয়ের সাফল্যে তার বাবা-মাও খুব খুশি হয়েছেন।

  • Link to this news (এই সময়)