উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের তুষার দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। এই ফল একেবারেই অপ্রত্যাশিত, জানিয়েছে তুষার। আগামিদিনে আইআইটিতে ভর্তি হতে চায় সে।
তুষারদের একান্নবর্তী পরিবার। বাড়িতে বাবা, মা, দাদা, বড়মা, জেঠু রয়েছেন। সাফল্যের চাবিকাঠি এই প্রত্যেকটা মানুষের অনুপ্রেরণা, সব সময় পাশে থাকা, বলছিল এই কৃতী। একই সঙ্গে স্কুলের শিক্ষকদের অবদানও যে অনস্বীকার্য, সে কথাও জানিয়েছে তুষার।
প্রতিটা বিষয়েরই গৃহশিক্ষক ছিল তুষারের। স্কুল, গৃহশিক্ষকের কাছে পড়ার পাশাপাশি বাড়িতে ৪-৫ ঘণ্টা পড়েছে সে। ক্রিকেট খেলতেও ভালোবাসে। বাবা সব্জি বিক্রি করেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। ফলে এই পথ যে যথেষ্ট চড়াই-উতরাই ছিল, সে কথা বলছে তুষার। তবে অভাবের মধ্যেও লক্ষ্য থেকে সরেনি সে।
মাধ্যমিকেও রাজ্যে নবম হয়েছিল তুষার দেবনাথ। উচ্চমাধ্যমিকেও ভালো ফলের প্রত্যাশা ছিল। তবে একেবারে দ্বিতীয় স্থানে নাম উঠে আসবে, এতটা ভাবেনি। এ বার আইআইটিতে ভর্তির জন্য প্রবেশিকার প্রস্তুতি শুরু তুষারের। উচ্চশিক্ষার পথে হেঁটে গবেষক হতে চায় বক্সিরহাটের এই কিশোর।