মায়ের প্রেমিকের হাতে ধর্ষিতা নাবালিকা, উত্তেজনা ধূপগুড়িতে
আজকাল | ০৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মায়ের কুকীর্তি ধরে ফেলেছিল নাবালিকা মেয়ে। মায়ের সাহায্যে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ দূর সম্পর্কের দাদার বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের হতেই নাবালিকা মেয়ের মা সহ দাদাকে গ্রেপ্তার করল পুলিশ। ধূপগুড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ইতিমধ্যেই দোষীদের কঠোর শাস্তির দাবি তুলছে সাধারণ মানুষ। জানা গিয়েছে ধূপগুড়ির একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক মহিলার সঙ্গে দূর সম্পর্কের এক আত্মীয়ের বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে উঠেছিল। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক চলছিল। আচমকাই তাদের ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নাবালিকা মেয়েটি দেখে ফেলে। বিষয়টি নাবালিকা মেয়েটির বাবা কিছুই জানত না বলে দাবি।
এদিকে নাবালিকার বাবার আরও অভিযোগ, তাকে প্রতি রাতে জলের বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হত। তাই তিনি কিছুই বুঝতে পারেনি। এদিকে নাবালিকার মায়ের সহযোগিতায় ওই যুবক মেয়েটিকে ধর্ষণে করত বলে অভিযোগ উঠেছে। এরপর মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মেয়ের মা এবং যুবক দুজন মিলে মেয়েটিকে গর্ভপাত করিয়ে আনার অভিযোগ উঠেছে। দিনের পর দিন এভাবে চলতে থাকার পর নাবালিকা মেয়েটি সমস্ত ঘটনা তার দাদাকে খুলে বলে।
এরপর বিষয়টি নাবালিকার বাবা জানতে পারে। মেয়েকে নিয়ে বাবা এবং দাদা অভিযুক্ত দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশে অভিযোগ দায়ের হতেই পুলিশ নাবালিকার মা এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। জানা গিয়েছে ওই যুবক নাবালিকার বাবার গাড়ির চালক ছিল। এমনকি তাদের বাড়িতে য়ে প্রায় আসত। এর ফাঁকেই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। তাদের ঘনিষ্ঠ সম্পর্ক দেখে ফেলাটাই কাল হল নাবালিকার মেয়ের। দুজনেরই ফাঁসির দাবি জানিয়েছেন নাবালিকার বাবা।