• ভারতের প্রত্যাঘাতে গঙ্গাসাগরে বিজয়োল্লাসে মাতলেন সকলের, মিষ্টিমুখ করে উচ্ছ্বাস প্রকাশ
    আজকাল | ০৭ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে ১৫ দিন আগে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জন ভারতীয় পর্যটকের। জঙ্গি হামলার ঘটনার পর প্রত্যাঘাত করার জন্য গোটা দেশ ফুঁসছিল। ইতিমধ্যেই যুদ্ধের আশঙ্কার মধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে মক ড্রিল। অবশেষে ভারতবাসীর প্রতীক্ষার অবসান হল। 

    মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বায়ু সেনা এবং ভারতীয় স্থল সেনা যৌথ অভিযান চালায়। 'অপারেশন সিঁদুর'। মধ্যরাতে ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের ৯টি জঙ্গি ছাউনি কার্যত ধুলিস্যাৎ করে দিল। ভারতীয় বায়ু সেনার এই সাফল্যে খুশি গোটা দেশ। ভারতের এই প্রত্যাঘাতে আনন্দিত গোটা দেশ। গঙ্গাসাগরে এলাকাবাসীরা মিষ্টিমুখ ও বিজয় উল্লাসে মেতে উঠেছেন। 

    গঙ্গাসাগরের বামনখালি এলাকায় শুরু হয়েছে বিজয় উল্লাস। ভারতের প্রত্যাঘাতে খান খান পাকিস্তান। এ বিষয়ে সাগরের বাসিন্দা অরুনাভ দাস বলেন, 'আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমরা চাইছিলাম যে ভারত কখন এই জঙ্গি হামলার ঘটনার বদলা নেবে। ভারত বদলা নিয়েছে। ভারতের তরফ থেকে গতকাল মিসাইল হামলা চালিয়ে পাকিস্তানের যে ন'টি জঙ্গি ছাউনি কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে আমরা খুশি। আমরা ভারতের তরফ থেকে আরও প্রত্যাঘাতের আশা করছি।' 

    এ বিষয়ে আরও এক বাসিন্দা জানান, 'গতকাল ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের ন'টি জঙ্গি ছাউনিকে যেভাবে হামলা চালিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমরা চাই সন্ত্রাসীদের এমনভাবে কড়া শাস্তি দিক ভারত। একের পর এক মিসাইল হামলায় ভারত যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেটি প্রশংসার যোগ্য। আমরা এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতীয় বায়ু সেনার 'অপারেশন সিঁদুর' সফল। আমরা খুব খুশি।'
  • Link to this news (আজকাল)