বিজ্ঞানী হওয়াই স্বপ্ন উচ্চমাধ্যমিকে দ্বিতীয় কোচবিহারের তুষার দেবনাথের...
আজকাল | ০৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার ৫০ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হল। প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৭২ জন। উচ্চমাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় তথা উত্তরবঙ্গের মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট হাইস্কুলের তুষার দেবনাথ। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের হিসাবে ৯৯.২। মাধ্যমিকে তুষার দেবনাথ নবম স্থান পেয়েছিল।
দরিদ্র পরিবারের ছেলে তুষার। অনেক প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করেছে। তার ফাঁকেই সে বাবাকে কাজে সহযোগিতা করত। বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরেই এলাকায় রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে তুষার। ফলপ্রকাশের পরই এলাকার বাসিন্দা সহ বিভিন্নজনেরা তাঁর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। তুষার দেবনাথ জানিয়েছেন, ‘আশা করিনি এত ভাল রেজাল্ট হবে। যখন খবরটা পাই মনে হচ্ছিল স্বপ্নের মধ্যে রয়েছি।’ এরপরই তুষার জানান, দিনে সে ৪–৬ ঘণ্টা পড়াশোনা করত। ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় সে। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালবাসে তুষার। এই সাফল্যের কৃতিত্ব মা–বাবাকে দিয়েছেন তুষার। পাশাপাশি এই ফলের সে কৃতিত্ব দিয়েছেন স্কুল শিক্ষক ও গৃহশিক্ষকদের।
এদিকে, কোচবিহার শহর সংলগ্ন মনীন্দ্রনাথ হাইস্কুলের ঐশিকী দাস পঞ্চম স্থান অধিকার করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। সপ্তম স্থান পেয়েছেন কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের নগর ডাকালীগঞ্জ হাইস্কুলের প্রিয়াঙ্কা বর্মণ। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১। কোচবিহার মনীন্দ্রনাথ হাইস্কুলের লীনা দাস যুগ্মভাবে অষ্টম স্থান পেয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। কৃষ্টি সরকারের প্রাপ্ত নম্বর ৪৯০। নবম স্থান পেয়েছে কোচবিহার রাম ভোলা হাইস্কুলের সত্যম বণিক। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৯।