চড়া রোদে পুড়বে দক্ষিণবঙ্গ, তুমুল ঝড়বৃষ্টিতে তছনছের আশঙ্কা ৮ জেলায়! আবহাওয়ার বড় আপডেট...
আজকাল | ০৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একদিকে তুমুল দুর্যোগের ঘনঘটা, অন্যদিকে তাপপ্রবাহ। আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আগামী চারদিন তীব্র গরমের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারিই থাকবে একটানা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও জেলায় সতর্কতা জারি হয়নি। আগামিকাল, বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম এবং কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ সর্তকতা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত তীব্র গরমের হলুদ সর্তকতা রয়েছে। সপ্তাহান্তে বীরভূমেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
আগামী সপ্তাহে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী সোমবার ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী সাতদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।