ভারত সঠিক পদক্ষেপ করেছে, জানালেন উচ্চমাধ্যমিকে প্রথম রূপায়ন, লক্ষ্য চিকিৎসক হওয়া...
আজকাল | ০৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এবছর উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম রূপায়ণ পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। তবে উচ্চমাধ্যমিকে ওপরের সারিতে থাকার আশা করলেও প্রথম হবে ভাবতে পারেনি রূপায়ন। মাধ্যমিকেও সে পঞ্চম স্থান অধিকার করেছিল।
ভবিষ্যত প্রসঙ্গে রূপায়ন জানায় সে চিকিৎসক হতে চায় । সেজন্য জয়েন্ট পরীক্ষা দিয়েছে। চিকিৎসক হলে সরাসরি মানুষের কাছে যাওয়া যায় বলে তার মত। এছাড়াও বিপদে পড়া মানুষকে বাঁচানো যায়।
বর্ধমানে সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ। লেখাপড়ার বাইরে সময় পেলে ক্রিকেট খেলা দেখা তার 'হবি'। এছাড়া গল্পের বই পড়ার নেশাও তার আছে। প্রিয় লেখক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। প্রিয় চরিত্র ব্যোমকেশ।
রূপায়ণের বাবা রবীন্দ্রনাথ পাল পূর্ব বর্ধমানের জৌগ্রাম হাইস্কুলের শিক্ষক। মা জয়শ্রী পাল ভাতারের ভাটাকুল স্বর্ণময়ী হাইস্কুলের প্রধান শিক্ষিকা। পড়াশোনার পাশাপাশি সাহিত্যের প্রতি তার অনুরাগ থাকলেও পড়ার চাপে এখন বই পড়ার সময় পায় না বলে জানান মা জয়শ্রী পাল। রূপায়ণদের আদি বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের খেড়ুর গ্রামে।তবে বর্তমানে তাদের বাড়ি বর্ধমান শহরের সুভাষপল্লীর কালীতলায়।
স্কুলের বাইরে চারজন প্রাইভেট শিক্ষকের কাছে পড়াশোনা করেছে রূপায়ন। সারাদিনে গড়ে ১২ ঘন্টা পড়াশোনা করেছে বলে জানিয়েছে সে। বিজ্ঞানের সমস্ত বিষয় পড়তেই তার বেশি ভাল লাগত।
পাকিস্তানে ভারতীয় সেনার প্রত্যাঘাত যথেষ্ট গর্বের বলেই মনে করে রূপায়ন। সে মনে করে ভবিষ্যতে পাকিস্তান এদেশে হামলা করতে ভয় পাবে। দেশে শান্তি থাকবে। তার কথায়, ভারত সঠিক পদক্ষেপ নিয়েছে।