• পাকিস্তানে প্রত্যাঘাত ভারতের! চরম উৎকণ্ঠা রিষড়ায়
    আজকাল | ০৭ মে ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: ক্রমশই বাড়ছে উদ্বেগ। অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হচ্ছে। পাকিস্থানে ভারতীয় সেনার প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর', কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। চরম উৎকণ্ঠা রিষড়ায় বিএসএফ জওয়ানের পরিবারে। টানা ১৫ দিন কেটে গেছে। এখনও পাকিস্তান রেঞ্জার্স এর হাতে বন্দি পরিবারের একমাত্র অবলম্বন। কোনও খবর নেই পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ-এর। 

    সম্প্রতি সীমানা লঙ্ঘন করার সেই একই অভিযোগে এক পাক রেঞ্জার্সকে গ্রেপ্তার করেছে বিএসএফ। তারপর পূর্নমের মুক্তি নিয়ে কিছুটা আশার আলো দেখছিল পরিবার। তারই মধ্যে মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা পাকিস্থানের জঙ্গি শিবিরে বিমান হামলা চালায়। ভেঙে গুড়িয়ে দেয় একাধিক জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনার সেই প্রত্যাঘাতে পুনরায় পূর্নম ফিরে আসার বিষয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

    পূর্নমের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা। স্বামীর চিন্তায় খাওয়া ঘুম নেই। দু'চোখে জল। বুধবার রজনী দেবী বলেন, 'এখন তিনি তাঁর স্বামী ফেরার বিষয়ে আর তেমন কোনও আশা তিনি দেখছেন না। যুদ্ধ বেঁধে গিয়েছে। এখন পাকিস্তান আর হয়তো ছাড়বে না। তিনি নিজে গিয়ে বিএসএফ হেড কোয়ার্টারে কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলে এসেছেন। তার পরেও কেটে গেছে আট দিন। এবার তিনি চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে তার অসহায় অবস্থার কথা জানাবেন।" 

    মঙ্গলবার তৃণমূল কংগ্রেস বিধায়ক বিবেক গুপ্তা এসেছিলেন রিষড়ায় জওয়ানের বাড়িতে। তাঁর মাধ্যমেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার বার্তা দিয়েছেন। ফোনে খবর নেওয়ার চেষ্টা করছিলেন। গত কয়েকদিন বিএসএফের দপ্তর থেকে কোনও ফোন তাঁর কাছে আসেনি। ফলে এখন তাঁর কাছে ভগবানই একমাত্র ভরসা।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)