আজকাল ওয়েবডেস্ক: 'ভারতীয় সেনারা সকলেই আমার সন্তান। সেনারা যোগ্য জবাব দিয়েছেন। আমার খুব ভাল লাগছে। আমি খুব খুশি।', পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় এমন প্রতিক্রিয়াই শহিদ ঝন্টু আলি শেখের বাবা সবুর শেখের।
মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে বড় আঘাত ভারতের। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের চারটি জঙ্গি ঘাঁটিও। 'অপারেশন সিঁদুর'-এ কাশ্মীরে সেনা ও জঙ্গি সংঘর্ষে শহিদ নদিয়ার বীর সন্তান ঝন্টু আলি শেখের পরিবারে খুশির হাওয়া বইছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শহিদ ঝন্টু আলা শেখের দাদা তথা সেনা কর্মী রফিকুল শেখ জানালেন, 'ভারতীয় সেনা আমার ভাইয়ের এবং নিরীহ পর্যটকদের বদলা নিয়েছেন। এতে আমি খুশি এবং ভারতীয় সেনার ওপর গর্ববোধ করছি।'
পাশাপাশি তিনি আরও জানান, 'সেনাবাহিনীর ওপর ভরসা রাখুন। সেনাবাহিনী সর্বদাই প্রস্তুত আছে।' প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের সভা থেকে ঝন্টু আলি শেখের স্ত্রী'কে দশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং হোম গার্ডে চাকরি দিয়েছেন।