‘অপারেশন সিঁদুর’, ভারতের প্রত্যাঘাতের পরেই পরস্পরকে সিঁদুর পরিয়ে উল্লাসে মাতলেন এই জেলার মহিলারা ...
আজকাল | ০৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ধর্ম পরিচয় জিজ্ঞেস করে পর্যটকদের হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা। ভারতীয় সেনা তাদের জবাবি প্রত্যাঘাতের নাম রেখেছে ‘অপারেশন সিঁদুর’। বুধবার সকালে সেনার এই সফল অপারেশনের পর পরস্পর পরস্পরকে সিঁদুর পরিয়ে ও মিষ্টি খাইয়ে উৎসবে মাতলেন মালদার মহিলারা। জঙ্গি হামলায় সেদিন যে সমস্ত মহিলাদের সিঁদুর মুছে গিয়েছিল তাঁদের প্রতি শ্রদ্ধা ও সেনাবাহিনীর নামে জয়ধ্বনি দিতে দিতে উল্লাস প্রকাশ করলেন তাঁরা।
বুধবার সংবাদমাধ্যমে ভারতীয় সেনার সাফল্যের খবর প্রকাশ হতেই মালদা শহরের পোস্ট অফিস মোড়ে জমা হতে থাকেন স্থানীয় মহিলারা। তাঁদের এক হাতে ছিল সিঁদুরের কৌটো অন্যহাতে মিষ্টির প্যাকেট। আনন্দে পরস্পর পরস্পরকে সিঁদুর পরিয়ে দেওয়ার পাশাপাশি মুখে তুলে দেন মিষ্টি। পথচলতি মানুষও যোগ দেন তাঁদের সঙ্গে। শ্রদ্ধা জানানো হয় পহেলগাঁওতে জঙ্গি হামলায় সিঁদুর হারানো মহিলাদের প্রতি। সমবেত কন্ঠে ভারতীয় সেনাবাহিনীর নামে ওঠে জয়ধ্বনি। আনন্দে জড়িয়ে ধরেন একে অপরকে।
এবিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ‘গর্বের দিন। যোগ্য জবাব দিয়েছে ভারত। প্রত্যেক ভারতীয় সৈনিককে কুর্নিশ।’
জেলা বিজেপির সাধারণ সম্পাদক নারায়ণী ব্যানার্জি বলেন, ‘স্বামীদের হত্যা করে জঙ্গিরা মহিলাদের সিঁদুর মুছে দিয়েছিল। বদলা নিতে ভারতীয় সেনা জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দিয়েছে। সেই আনন্দে বুধবার শহরে মহিলাদের মাথায় সিঁদুর পরিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।’