• উচ্চ মাধ্যমিক ২০২৫: অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে পড়াশোনা করে গবেষণা করতে চায় রাজ্যে দ্বিতীয় তুষার দেবনাথ
    বর্তমান | ০৭ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তুফানগঞ্জ: বাবা পেশায় সব্জি ব্যবসায়ী। চার জনের সংসারে অভাব অনটন নিত্যদিনের সঙ্গী। সেই সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয়স্থান অধিকার করেছেন কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের ছাত্র তুষার দেবনাথ। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯.০২ শতাংশ। তুষার, কোচবিহারের তুফানগঞ্জ-২ নং ব্লকের ভানুকুমারী-১ নং গ্রাম পঞ্চায়েতের লিচুতলার বাসিন্দা। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া গোটা গ্রাম এবং স্কুলে। নিজের এই রেজাল্ট নিয়ে তুষার বলে, আটজন গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছি। বাবা-মা সবসময়ই আমার পাশে থেকেছেন। আগামী দিনে অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে পড়াশোনা করে  গবেষণা করতে চাই। 
  • Link to this news (বর্তমান)