উচ্চ মাধ্যমিক ২০২৫: অঙ্ক ভালোবাসে রাজ্যে তৃতীয় আরামবাগের রাজর্ষি অধিকারী, হতে চায় চিকিৎসক
বর্তমান | ০৭ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের পর দেখা গিয়েছে ফের শহরকে টেক্কা দিয়েছে জেলা। মাধ্যমিকেও জেলা টেক্কা দিয়েছিল শহরকে। উচ্চ মাধ্যমিকে পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। তারপরে রয়েছে উত্তর ২৪ পরগনা ও তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এবারের উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী হুগলির আরামবাগের রাজর্ষি অধিকারী। তাঁর ভাইয়ের নাম দেবর্ষি অধিকারী। তাঁরা যমজ ভাই। পড়াশোনাতে একে ওপরকে সাহায্য করত। নিজেদের মধ্যেই গ্রুপ স্টাডি করত তাঁরা।রাজর্ষি জানিয়েছে তাঁর এই সাফল্যের মন্ত্র, রোজ রাতে মন দিয়ে পড়াশোনা করা। খুঁটিয়ে একটি বিষয় নিয়ে স্টাডি করা। তাঁর বাবার নাম মিহির অধিকারী ও মা জয়ন্তী ঢালি অধিকারী। তাঁরা দু’জনেই শিক্ষক। রাজর্ষিদের গ্রামের বাড়ি নদীয়াতে। কিন্তু বাবা-মায়ের চাকরির জন্য আরামবাগেই থাকতে হয়। মোট সাতটি জায়গায় পড়াশোনা করত সে। অঙ্ক হচ্ছে রাজর্ষির প্রিয় সাবজেক্ট। অবসর সময়ে তবলা বাজাতে ভালোবাসত সে। বড় হয়ে চিকিৎসক হতে চায়। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫।