উচ্চ মাধ্যমিক ২০২৫: মানুষের সেবা করতেই চিকিৎসক হতে হায় ফার্স্ট বয় রূপায়ণ
বর্তমান | ০৭ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের পর দেখা গিয়েছে ফের শহরকে টেক্কা দিয়েছে জেলা। মাধ্যমিকেও জেলা টেক্কা দিয়েছিল শহরকে। উচ্চ মাধ্যমিকে পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। তারপরে রয়েছে উত্তর ২৪ পরগনা ও তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। তবে এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের পরীক্ষার্থী রূপায়ণ পাল। তিনি বর্ধমানের সিএমএস স্কুলের ছাত্র।বাড়ি বর্ধমান শহরের সুভাষপল্লির কালীতলাতে। বাবার নাম রবীন্দ্রনাথ পাল ও মা জয়ত্রী পাল। তাঁরা দু’জনেই শিক্ষক। মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছিলেন রূপায়ণ। খুবই মেধাবী ছাত্র বলে এলাকায় পরিচিত। রূপায়ণ বড় হয়ে চিকিৎসক হতে চায়। কারণ এই পেশাতেই একমাত্র মানুষের সেবা করা যায়। উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টে আপ্লুত সে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারত। সেই খবরে খুবই খুশি রূপায়ণ। তাঁর মনে হয়েছে, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত।