আজ, বুধবার শহরের আবহাওয়া কেমন থাকবে? কখন হতে পারে ঝড়-বৃষ্টি, পড়ুন বিস্তারিত
বর্তমান | ০৭ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত সপ্তাহে ঝড়-বৃষ্টির জেরে কিছুটা হলেও তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গ থেকে শহরে। তবে ধীরে ধীরে ঝড়-বৃষ্টির দাপট কমতে থাকায় ফিরছে অস্বস্তিকর গরম। বাড়ছে তাপমাত্রা। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। আজ, বুধবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এদিন শহর থেকে জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায়। আজ, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।