জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের দেড় মাসের মাথায় রেজাল্ট আউট। গত ১০ বছরের মধ্যে এবারের রেজাল্ট সবথেকে ভালো বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছরের বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.৪৬%। বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ।
প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ৭২ পড়ুয়া। মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও এগিয়ে জেলা। পাসের হার প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে কলকাতা। এবছর প্রথম একজনই। পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল, প্রাপ্ত নম্বর- ৪৯৭, বর্ধমান সিএমএস হাইস্কুল।
দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানেও একজন করেই। দ্বিতীয়: তুষার দেবনাথ প্রাপ্ত নম্বর: ৪৯৬ বক্সিরহাট হাইস্কুল, কোচবিহার। তৃতীয়: রাজশ্রী অধিকারী প্রাপ্ত নম্বর- ৪৯৫, আরামবাগ হাইস্কুল, হুগলি। চতুর্থ: সৃজিতা ঘোষাল, সোনামুখী গার্লস হাইস্কুল, প্রাপ্ত নম্বর- ৪৯৪। কলকাতার চার জন প্রথম দশে রয়েছে। উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় অষ্টম স্থানে পাঠভবনের ছাত্র তথাগত রায়। কলকাতায় প্রথম স্থানাধিকারী। বেথুন কলেজিয়েট স্কুলের থেকেও এক জন মেধাতালিকায়।
৪৯৩ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ৬জন। ১. বিরেশ ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর। ২. প্রান্তিক গাঙ্গুলি, আরামবাগ হাই স্কুল, হুগলি। ৩. তন্ময় পতি, সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগণা। ৪. ঋদ্ধিত পাল, কাটোয়া কাশিরাম দাস ইন্সিটিউশন, কাটোয়া। ৫. কুন্তল চৌধুরি, ভাতার এম পি হাই স্কুল, পূর্ব বর্ধমান। ৬. ঐশিকি দাস, মনিন্দ্র নাথ হাই স্কুল, কোচবিহার।
৪৯২ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ৮জন। ১. রৌনক গরাঁই, শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, হুগলি। ২. আরাফত হোসেন, মুক্তারপুর হাই স্কুল, হুগলি। ৩. চয়ন দাস কবিরাজ, সাঁইথিয়া টাউন হাইস্কুল, বীরভূম। ৪. জয়দীপ পাল, মেমারি ভি.এম ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান। ৫. পরনতপ মুখোপাধ্যায়, নব নালন্দা শান্তিনিকেতন হাইস্কুল, বীরভূম। ৬. দেবদত্তা মাঝি, কাটোয়া ডি.ডি.সি গালর্স হাই স্কুল, পূর্ব বর্ধমান। ৭. রূপায়ণ সরকার, রামকৃষ্ণ মিশন বয়েস হোম হাই স্কুল, উত্তর ২৪ পরগণা। ৮. অয়ন কুন্ডু, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া।