দে়ড় বছর আগে আনন্দবাজার ডট কমকে সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় জানিয়েছিলেন, তাঁর অন্যতম পছন্দের ছবি ‘অরণ্যের দিনরাত্রি’ নতুন ভাবে সংস্কার করা হচ্ছে। অবশেষে সেই কাজ শেষ। সত্যজিতের এই ছবি নতুন হয়ে আসছে। এ বার সেই ছবির প্রিমিয়ার হবে কানে। সে খবর প্রসঙ্গে সত্যজিৎ-পুত্র সন্দীপ বলেন, “পূর্ণিমাদির তিনটি ছবি রিস্টোর করার জন্য নেওয়া হয়েছে। ‘অরণ্যের দিনরাত্রি’র পর সম্ভবত হাত দেওয়া হবে ‘প্রতিদ্বন্দ্বী’তে। তালিকায় ‘গুপি গাইন বাঘা বাইন’ও রয়েছে।”
এই কাজের দায়িত্বে দুই পরিচালক মার্টিন স্করসিজ়ি, অ্যান্ডারসন। কেন এই ছবিটি সন্দীপের এত প্রিয়? পরিচালকের মতে, “অনেক তারকার সমাবেশ এই ছবিতে। সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল, রবি ঘোষ, শমিত ভঞ্জ-সহ সেই সময়ের প্রথম সারির তারকা অভিনেতারা কাজ করেছেন। ছবিজুড়ে বাবার সূক্ষ্ম মনস্তত্বের পরিচয়। যা কখনও উচ্চকিত ভাবে ছবির মূল সুরকে ছাপিয়ে যায়নি।" সন্দীপ তাই ‘অরণ্যের দিনরাত্রি’কে তাঁর বাবার অন্যতম শ্রেষ্ঠ চিত্রনাট্য বলে দাবি করেছেন।
অভিনেতাদের নিয়ে কথা বলতে গিয়ে খানিক মনখারাপ পরিচালকের। ছবির অধিকাংশ অভিনেতা প্রয়াত। কেবল শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল বর্তমান। সন্দীপ জানিয়েছেন, ছবির প্রিমিয়ার উপলক্ষে শর্মিলা এবং সিমিকে কানে আমন্ত্রণ জানানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি। শর্মিলা নিজেই ভীষণ উৎসাহিত। তিনি জানিয়েছেন, তিনি উপস্থিত থাকবেন। শারীরিক অসুস্থতার কারণে সিমি পৌঁছতে পারবেন না। অভিনেত্রী জানিয়েছেন, স্বদেশের কোথাও ছবিটি দেখানো হলে তিনি উপস্থিত থাকবেন।
সত্যজিতের শহর কলকাতা ‘অরণ্যের দিনরাত্রি’র নতুন সংস্করণ দেখতে পাবে না? শহরবাসীকে আশ্বস্ত করেছেন সত্যজিৎ-পুত্র। জানিয়েছেন, এর পর ‘অরণ্যের দিনরাত্রি’ হয়তো প্রিয়ায় দেখানো হতে পারে।