পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে সফল মিশন ভারতীয় সেনার। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পরেই সীমান্ত এলাকাগুলিতে সতকর্তা জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, ‘দেশকে যাঁরা রক্ষা করছেন, তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দায়বদ্ধতা পালন করব।’
বুধবার বিকেলে সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ভার্চুয়ালি সেই বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পরেই মমতা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আজ বৈঠক হয়েছে।…আমাদের দায়িত্ব ও কর্তব্য, ভয় না পেয়ে ঠান্ডা মাথায় সবটা আগলে রাখা। যেহেতু অনেকগুলি রাজ্য সীমান্ত এলাকায়, তাই সবাইকে একসঙ্গে ভালো করে চলতে হবে। শান্তিরক্ষা করতে হবে।’
একাধিক রাজ্যে বুধবার থেকেই মক ড্রিল শুরু হয়েছে। রাজ্যবাসীকে কোনও কারণে আতঙ্কিত না হওয়ার বার্তা দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে যেন কোনও বিভেদ না থাকে। সবার সঙ্গে যোগাযোগ থাকবে, প্যানিক হওয়ার কোনও কারণ নেই। কাউকে আতঙ্কিতহতে হবে না। এটা দেশকে রক্ষা করার সময়। জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ, এসপি, ডিএম, বিডিও সকলকেই সতর্ক করা হয়েছে।’ পুলিশকে চেকিং বাড়ানোর কথা বলা হয়েছে। ভিজিল্যান্সও বাড়ানো হয়েছে।