• SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলায় নয়া আপডেট
    এই সময় | ০৭ মে ২০২৫
  • প্রায় ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত আদালত অবমাননার মামলা শুনল না হাইকোর্ট। জানিয়ে দিল, সুপ্রিম কোর্টই এই মামলা শুনবে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সুপ্রিম কোর্টে যে হেতু মামলাটি বিচারাধীন রয়েছে। তাই এই মামলার শুনানি সুপ্রিম কোর্টেই হবে।

    এসএসসির ২০১৬ সালের সমস্ত প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায় এই নির্দেশের পরে। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। শুধু চাকরি বাতিলই নয়, হাইকোর্টের নির্দেশ ছিল বেতন ফেরানোরও।

    কিন্তু এরই মধ্যে এই নির্দেশিকা যথাযথ ভাবে কার্যকর হচ্ছে না বলে এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। কেন নির্দেশ মানা হলো না, তা জানতে চায় কোর্ট। কিন্তু সেই প্রশ্নের জবাবের বদলে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছিল এসএসসি।

    এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ একযোগে সওয়াল করেছিল, হাইকোর্টের রায়ের কিছুটা পরিমার্জন করেছে সুপ্রিম কোর্ট। এর পরও কি হাইকোর্ট এই অবমাননা সংক্রান্ত অভিযোগ শুনতে পারে? এ দিন কলকাতা হাইকোর্ট সে মামলা শুনল না।

  • Link to this news (এই সময়)