রাজ্যে উচ্চমাধ্যমিকে উর্দু ভাষায় প্রথম স্থানে হাওড়ার সাজিদ
আজকাল | ০৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হল বুধবার। উর্দু ভাষায় প্রথম স্থান অধিকার করলেন হাওড়ার পরীক্ষার্থী। হাওড়া জেলা স্কুলের ছাত্র মহম্মদ সাজিদ হোসেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১।
২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৯০.৭৯ শতাংশ। কোভিড পরবর্তী সময়ে এবারেই প্রথম সবচেয়ে ভাল ফলাফল বলে দাবি পর্ষদের। পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ৪৭ হাজারের কিছু বেশি।
হাওড়া জেলা স্কুলের ছাত্র মহম্মদ সাজিদ হোসেনের প্রাপ্ত নম্বর ৪৯১। শতাংশের হিসাবে ৯৮ শতাংশের বেশি। গোটা রাজ্যের উচ্চ মাধ্যমিক তালিকায় সপ্তম হয়েছেন সাজিদ।