উচ্চমাধ্যমিকে হুগলির জয়জয়কার, মেধাতালিকায় প্রথম দশে এই জেলা থেকেই রয়েছে ১৪ জন ...
আজকাল | ০৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উচ্চমাধ্যমিকে হুগলির জয়জয়কার। মেধাতালিকার প্রথম দশে ৭২ জনের মধ্যে হুগলি থেকেই রয়েছেন ১৪ জন।তৃতীয় স্থানে রয়েছেন হুগলির আরামবাগ হাইস্কুলের ছাত্র রাজর্ষি অধিকারী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। বাড়ি আরামবাগের দহরকুন্ডু এলাকায়। ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় রাজর্ষি। ৪৯৩ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে আরামবাগ হাইস্কুলের প্রান্তিক গাঙ্গুলি। বাড়ি আরামবাগের ওলাইবিবিতলায়।
মেধাতালিকার ষষ্ঠ স্থানে হুগলি জেলা থেকে রয়েছে দু’জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯২। এক জন চন্দননগর অরবিন্দ হাইস্কুলের ছাত্র রৌনক গড়াই। বাড়ি চন্দননগর সুরপাড়া এলাকায়। ইঞ্জিনিয়ার হতে চায় রৌনক। অপর জন মুক্তারপুর হাইস্কুলের ছাত্র আরাফত হোসেন। বাড়ি দক্ষিণ আলিনগর এলাকায়।
৪৯১ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে হুগলির তিন জন। তার মধ্যে এক জন রহিমপুর নবগ্রাম হাইস্কুলের ছাত্র সৈয়দ মহম্মদ তামজিদ। বাড়ি নরেন্দ্রপুরে। অন্য জন আরামবাগ গোঘাটের বাসিন্দা অঙ্কন নন্দী। সে গোঘাট হাইস্কুলের ছাত্র। অপর জন চাঁতরা নন্দলাল ইনস্টিটিউশনের ছাত্র তন্ময় হালদার। বাড়ি শ্রীরামপুর চাঁতরা এলাকায়।
অষ্টম স্থানে রয়েছে হুগলির তিন জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০। এক জন হলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস হাইস্কুলের ছাত্র রাজদীপ শাসমল। বাড়ি পুড়শুড়া এলাকায়। অন্য জন বৈদ্যবাটির বাসিন্দা অভ্রদীপ বেরা। সে মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র। অপরজন শ্রেষ্ঠা মুখার্জী। শ্রী রামকৃষ্ণ শিশুতীর্থ হাইস্কুলের ছাত্রী সে। বাড়ি ডানকুনিতে।
নবম স্থানে রয়েছে হুগলির দু’জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯। এক জন হলেন মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র জিষ্ণু ঘোষ। তাঁর বাড়ি উত্তরপাড়া নবগ্রাম এলাকায়। অন্য জন গোঘাট বেলেপাড়ার বাসিন্দা সপ্তর্ষি পাঁজা। সে অনুর হাইস্কুলের ছাত্র।
৪৮৮ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে হুগলির দু’জন। এক জন হলেন আরামবাগ হাইস্কুলের ছাত্র সর্বজিৎ সাহা। বাড়ি গোঘাটে। অপর জন তারকেশ্বর রামনগরের বাসিন্দা অদৃশা সামন্ত। সে রামনগর নুট বিহারি পাল চৌধুরী হাইস্কুলের ছাত্রী।