উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে নবম স্থান অধিকার করলেন যমজ দুই ভাই
আজকাল | ০৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর মেধা তালিকায় একসঙ্গে যমজ দুই ভাইয়ের নাম। যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে তারা। দু'জনেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাঁদের কৃতিত্বে খুশি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দুই ভাই অনীক বাড়ুই ও অনীশ বাড়ুইয়ের প্রাপ্ত নম্বর ৪৮৯। তাঁরা বাঁকুড়ার বাসিন্দা। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকাতেও স্থান করে নিয়েছিল অনীক ও অনীশ।
পড়ুয়াদের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি মিশন কর্তৃপক্ষ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ মহারাজ জানান, ছাত্রদের এই সাফল্যে তাঁরা খুশি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মেধা তালিকায় স্থান পাওয়া পড়ুয়াদের এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়া ছাত্রদের আগামী দিনে সফলতা কামনা করেছেন তিনি।
ফল প্রকাশ করে এদিন সংসদ জানায়, কোভিডকালের তিন বছর বাদ দিলে গত ১০ বছরে সেরা ফলাফল হয়েছে এই বছর। উচ্চমাধ্যমিকে ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের রূপায়ন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। দ্বিতীয় স্থানে কোচবিহারের তুষার দেবনাথ। প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। ৪৯৫ (৯৯ শতাংশ) নম্বর পেয়ে এ বছর তৃতীয় স্থান অধিকার করেছেন আরামবাগের রাজর্ষি অধিকারী। চতুর্থ স্থানে রয়েছেন বাঁকুড়ার সৃজিতা ঘোষাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৪ (৯৮.৮ শতাংশ)। পঞ্চম স্থান অধিকারী করেছেন ছয় জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)। ষষ্ঠ স্থানে রয়েছেন আট জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯২ (৯৮.৪ শতাংশ)।
উচ্চ মাধ্যমিকে এ বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। শীর্ষে পূর্ব মেদিনীপুর। পাশের হারে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা। পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাদের পাশের হার ৯২%-এর বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮%-এর বেশি। গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯০ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্যে ৯৭.৫২ শতাংশ এবং কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ।